Delhi Metro Viral Video

মেট্রোর কামরাতেই মঞ্চ! হাত-পা ছুড়ে অদ্ভুত নাচ, ‘রাধে রাধে’ গান যুবকের, ভাইরাল ভিডিয়োয় হাসির রোল

ভিডিয়োয় দেখা গিয়েছে, দিল্লি মেট্রোর একটি কামরায় দরজার সামনে দাঁড়িয়ে হাত-পা ছুড়ে নাচছেন এক যুবক। তাঁর কানে হেডফোন। মাঝেমধ্যে ‘রাধে রাধে’ বলে গানও গেয়ে উঠছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৭:২৫
Video of man singing and dancing inside metro

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভাইরাল ভিডিয়োর জেরে আবার খবরে দিল্লি মেট্রো। মেট্রোর কামরাকেই যেন ‘লাইভ স্টেজ’ বানিয়ে নাচতে এবং গান গাইতে দেখা গেল এক যুবককে। তাঁকে দেখে সহযাত্রীদের মধ্যে হাসির রোল উঠলেও সে দিকে ভ্রুক্ষেপ করলেন না তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ঘটনাটি কবে ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। এর জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে দিল্লি মেট্রো। এ বার দিল্লি মেট্রো খবরে এল কামরায় যুবকের নাচ এবং গানের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর।

একটি রেডিট অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দিল্লি মেট্রোর একটি কামরায় দরজার সামনে দাঁড়িয়ে হাত-পা ছুড়ে নাচছেন এক যুবক। তাঁর কানে হেডফোন। মাঝেমধ্যে ‘রাধে রাধে’ বলে গানও গেয়ে উঠছেন। তাঁকে দেখে হাসছেন সহযাত্রীরা। কেউ কেউ আবার অবাক হয়ে দেখছেন যুবককে। এর পর গন্তব্য চলে আসায় নির্দিষ্ট স্টেশনে নেমে যান ওই যুবক। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

৩৩ সেকেন্ডের ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মজার প্রতিক্রিয়াও দিতে দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘খুব মজার ভিডিয়ো। যুবককে দেখে মনে হচ্ছে স্টেজে লাইভ গান গাইছেন।’’ উল্লেখ্য, গত সপ্তাহেই দিল্লি মেট্রোর আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেই ভিডিয়োয় আসনে বসা নিয়ে কয়েক জন মহিলা যাত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা করতে দেখা গিয়েছিল এক যুবককে (সেই ভিডিয়োরও সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement
আরও পড়ুন