blind cricket

দৃষ্টিহীনদের ক্রিকেট এ বার বঙ্গে, জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে বাংলা-সহ আটটি দল

১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত হবে জাতীয় দৃষ্টিহীন ক্রিকেট প্রতিযোগিতা। যে প্রতিযোগিতার আয়োজক ভিজুয়ালি ইমপায়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েসন অফ বেঙ্গল (ভিআইসিএবি)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ২২:৪৪

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

দৃষ্টিহীনদের জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা এ বার বাংলায়। শনিবার থেকে শুরু হবে সেই প্রতিযোগিতা। ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত হবে জাতীয় দৃষ্টিহীন ক্রিকেট প্রতিযোগিতা। যে প্রতিযোগিতার আয়োজক ভিজুয়ালি ইমপায়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েসন অফ বেঙ্গল (ভিআইসিএবি)।

Advertisement

দৃষ্টিহীনদের এই প্রতিযোগিতায় এ বারে অংশ নেবে আটটি দল। বাংলা ছাড়াও রয়েছে অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়া, দিল্লি, মহারাষ্ট্র এবং রাজস্থান। খেলা হবে রাজস্থান গ্রাউন্ড, বাটা স্পোর্টস গ্রাউন্ড এবং দমদমের বিধানপার্কে। ভিআইসিএবি-র সঙ্গে এই প্রতিযোগিতা আয়োজনে থাকবে ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েসন ইন ইন্ডিয়া (বিসিএআই)।

দৃষ্টিহীনদের ক্রিকেটে ভারতীয় দল যথেষ্ট শক্তিশালী। তিন বার বিশ্বকাপ জিতেছে তারা। ভিআইসিএবি আয়োজিত প্রতিযোগিতা থেকে আগামী দিনের তারকা উঠে আসবে বলে মনে করছেন আয়োজকেরা। দৃষ্টিহীনদের ক্রিকেটকে আরও উৎসাহিত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন