IPL 2025

লখনউয়ের কাছে হারের পরদিনই কেকেআর শিবিরে নতুন ক্রিকেটার, বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে

গত বারের আইপিএল চ্যাম্পিয়নদের শুরুটা এ বার ভাল হয়নি। প্রথম পাঁচটি ম্যাচের তিনটিতে হেরে চাপে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। বুধবার কেকেআর শিবিরে যোগ দিলেন এক অলরাউন্ডার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ২২:৪৬
picture of Ajinkya Rahane

অজিঙ্ক রাহানে। ছবি: বিসিসিআই।

আইপিএলে পাঁচটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তিনটি ম্যাচে হারতে হয়েছে অজিঙ্ক রাহানেদের। মঙ্গলবার ঘরের মাঠে হারতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসের কাছে। চার পয়েন্ট নিয়ে কেকেআর রয়েছে ষষ্ঠ স্থানে। এই পরিস্থিতিতে বুধবার কেকেআর শিবিরে যোগ দিলেন অলরাউন্ডার অভিষেক কুমার দালহোর।

Advertisement

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে মাঝি মুম্বইয়ের হয়ে নজর কেড়েছেন দালহোর। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে তিনিই সবচেয়ে দামি ক্রিকেটার। ব্যাট হাতে দক্ষ হলেও দালহোরের সাফল্য বেশি জোরে বোলার হিসাবে। অভিষেক বচ্চনের দলকে প্রতিযোগিতার দ্বিতীয় মরসুমে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। আইপিএলের মাঝপথে তাঁকে দলে নিল কেকেআর। তবে কলকাতার মূল দলের অংশ নন দালহোর। তিনি অজিঙ্ক রাহানেদের শিবিরে যোগ দিয়েছেন নেট বোলার হিসাবে। কেকেআরের ব্যাটারদের অনুশীলনে সাহায্য করবেন ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্রিকেটার।

মাঝি মুম্বইয়ের হয়ে দু’মরসুমে ১৯টি ম্যাচ খেলে দালহোর করেছেন ৩২৪ রান। নিয়েছেন ৩৩টি উইকেট। প্রথম বছর প্রতিযোগিতার সেরা ক্রিকেটার এবং দ্বিতীয় বছর সেরা বোলারের পুরস্কার পেয়েছেন। টেনিস বলে রাস্তায় ক্রিকেট খেলে বড় হয়েছেন দালহোর। আইপিএলে চাপে পড়ে যাওয়া রাহানেরা এখন তাঁর বলে অনুশীলন করে আগামী ম্যাচগুলির জন্য প্রস্তুত হবেন।

Advertisement
আরও পড়ুন