Rajasthan Car Accident

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে আট বার পাল্টি খেল গাড়ি, তার পরেও অক্ষত যাত্রীরা, বেরিয়ে বললেন চা খাব!

নিয়ন্ত্রণ হারিয়ে আট বার পাল্টি খেল গাড়ি। তার পর দুমড়েমুচড়ে ধাক্কা মারল একটি গাড়ির শোরুমের গেটে। রাজস্থানের এই ঘটনায় তার পরেও অবশ্য অক্ষত রইলেন ওই গাড়িতে থাকা পাঁচ যাত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৬:৪০
দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি।

দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি। ছবি: সংগৃহীত।

নিয়ন্ত্রণ হারিয়ে আট বার পাল্টি খেল গাড়ি। তার পর দুমড়েমুচড়ে ধাক্কা মারল একটি গাড়ির শোরুমের গেটে। রাজস্থানের এই ঘটনায় তার পরেও অবশ্য অক্ষত রইলেন ওই গাড়িতে থাকা পাঁচ যাত্রী। শুধু তা-ই নয়, গাড়ি থেকে নেমে চা খেতেও চাইলেন তাঁরা!

Advertisement

শুক্রবার দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের নাগৌর জেলায়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে যে, দ্রুত গতিতে ছুটে যাওয়া একটি গাড়ি হঠাৎই বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। তার পর পর পর আট বার পাল্টি খেয়ে গা়ড়িটি উল্টে যায়। সেই অবস্থাতেই একটি গাড়ির শোরুমের গেটে ধাক্কা মারে সেটি। ধাক্কায় ভেঙে যায় গেটটি। দুমড়়েমুচড়ে যায় গাড়ির একটি অংশও।

তার পরেই সবাইকে অবাক করে দিয়ে গাড়ি থেকে নেমে আসেন চালক। বেরিয়ে আসেন গাড়িতে থাকা বাকি চার যাত্রীও। গাড়ির শোরুমের কর্মচারীদের বক্তব্য, ওই পাঁচ জন তাঁদের তাছে চা খেতে চান। বলেন, “আমাদের চা দিন।” এক কর্মচারীর কথায়, “ওই পাঁচ যাত্রীর একটুও আঘাত লাগেনি।” প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই যাত্রীরা নাগৌর থেকে বিকানেরের দিকে যাচ্ছিলেন।

Advertisement
আরও পড়ুন