Chennai News

মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য জমানো টাকা দিয়ে অনলাইন গেম! ভর্ৎসনার পর আত্মঘাতী যুবক

মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য জমানো টাকা অনলাইনে গেম খেলে খরচ করে ফেলেছিলেন যুবক। তাঁকে বকাঝকা করা হয়। পরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ছাদের ঘর থেকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৬:৪০
চেন্নাইয়ে মায়র বকুনি খেয়ে আত্মঘাতী যুবক।

চেন্নাইয়ে মায়র বকুনি খেয়ে আত্মঘাতী যুবক। —প্রতীকী চিত্র।

ক্যান্সারের চিকিৎসার জন্য একটু একটু করে টাকা জমিয়েছিলেন মা। সেই টাকা দিয়ে দিনের পর দিন অনলাইনে গেম খেলছিলেন যুবক! মা এবং ভাইয়ের বকাঝকার পর আত্মঘাতী হয়েছেন তিনি। ২৬ বছরের ওই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তাঁদের পরিবারে।

Advertisement

ঘটনাটি চেন্নাইয়ের চিন্নামালাইয়ের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিলেন যুবক। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশকে তাঁর মা জানিয়েছেন, আগের দিন রাতে তাঁকে বকাঝকা করা হয়েছিল। তার ফলেই যুবক এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।

পুলিশ জানিয়েছে, আট বছর আগে যুবকের বাবা মারা গিয়েছিলেন। মা এবং ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। ছোটখাটো একটি খাবারের ব্যবসা করতেন। তাঁর মায়ের ক্যান্সার ধরা পড়ে কয়েক বছর আগে। তার চিকিৎসার জন্য টাকা জমানো হচ্ছিল। কিন্তু করোনা অতিমারির সময় থেকে যুবক অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েন। দিনরাত মোবাইলে গেম খেলতেন বলে অভিযোগ।

পুলিশের কাছে যুবকের মা জানিয়েছেন, তাঁর জমানো ৩০ হাজার টাকা চুরি করেছিলেন তাঁর পুত্র। অনলাইন গেমে সেই টাকা খরচ করে ফেলেছিলেন। জানতে পেরে তাঁকে বকাঝকা করা হয়। তার পর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন যুবক। কিন্তু পরের দিন সকালে ওই বাড়ির ছাদের ঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

শুক্রবার বাড়ি থেকে চলে যাওয়ার পর যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন পরিবারের সদস্যেরা। কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল। শনিবার ভোর সাড়ে ৩টে নাগাদ ছাদে খোঁজ করতে যুবককে পাওয়া যায়। ছাদের ঘরে গলায় টিভির তার জড়িয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত। যুবকের মা এবং ভাইয়ের পাশাপাশি প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন