ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সদ্য বিয়ে করেছেন। বিয়েবাড়িতে অতিথিদের ভিড়। তার মধ্যেই ‘পুষ্পা’কে হাজির করলেন নবদম্পতি। অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনার গানে নেচে তাক লাগিয়ে দিলেন তাঁরা। সমাজমাধ্যমে নাচের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘পিঙ্কভিলা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, অতিথিদের মাঝে স্বামীর সঙ্গে নাচ করছেন নববধূ। নাচের ‘স্টেপ’ ও খুবই চেনা। চলতি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। সেই ছবির তেলুগু গান ‘সুসেকি’র সঙ্গে তাল মিলিয়ে নাচ করছেন নবদম্পতি। শুধু তা-ই নয়, বড় পর্দায় এই গানের সঙ্গে ছন্দ মিলিয়ে যে ধরনের ‘স্টেপ’ করে অল্লু এবং রশ্মিকা নাচ করেছিলেন, অবিকল সে ভাবেই নাচ করতে দেখা গেল নবদম্পতিকে।
তাঁদের নাচ দেখে অতিথিদের অনেকেই হইহই করে উঠলেন। ঘটনাটি কোথাকার তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে নবদম্পতিকে ভালবাসা জানিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন মন্তব্য করেছেন, ‘‘তোমরা সুখে থাকো। নতুন জীবন আনন্দময় হোক।’’ আবার এক সিনেমাপ্রেমী বলেছেন, ‘‘আপনাদের দেখে মনে হচ্ছে যে, ‘পুষ্পা’র ঝড় বেশ ভালই হয়েছে।’’