Viral Video

স্বামীর হাতে নড়াচড়া করছে ওটা কী? বিয়ের উপহার দেখে চমকে গেলেন নববধূ

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নববধূ ঘরে খাটের উপর চোখে হাত দিয়ে বসে রয়েছেন। নববধূর স্বামী হাতে করে একটি বিড়াল নিয়ে ঘরে ঢুকলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৫:০০
Video of husband giving a cat to wife as wedding gift on marriage

—প্রতীকী ছবি।

হিরে কিংবা সোনা নয়। অন্য কোনও দামি জিনিসও নয়। বিয়ের উপহার একটি বিড়াল। মিষ্টি এই উপহার পেয়ে নববধূ তো বেজায় খুশি, জড়িয়ে ধরলেন স্বামীকে। এমনই একটি মন ভাল করা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নববধূ ঘরে বিছানার উপর চোখে হাত দিয়ে বসে রয়েছেন। আশেপাশে বসে রয়েছেন অন্যান্য মেয়েরা। নববধূর স্বামী হাতে করে একটি বিড়াল নিয়ে ঘরে ঢুকলেন। নববধূ চোখ থেকে হাত সরিয়ে বিড়ালটিকে দেখে চমকে চিৎকার করে উঠলেন। তবে তা ছিল আনন্দের চিৎকার। কোলে বিড়ালটিকে নিয়ে আদরে ভরিয়ে দিলেন, চুমুও খেলেন বেশ কয়েকটি। আশেপাশে বসে থাকা মেয়েরা আনন্দের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখে। বিড়ালটি তখন অবাক চোখে তার আশেপাশের নতুন পরিবেশ জরিপ করে নিচ্ছে। কোলে বসে চোখ পিটপিট করে, কান নাড়িয়ে আদরও খেল মন ভরে।

মন ভাল করা এই ভিডিয়ো নববধূ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ভিডিয়োটি পোস্ট করার পর ঝড়ের বেগে ভাইরাল হয়। প্রায় পাঁচ লক্ষ লোক পোস্টটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। নেটাগরিকেরা নানা ভালবাসার মন্ত্যবও করেছেন। কেউ বলেছেন, ‘‘জীবনের সেরা উপহার পেয়েছেন।’’ কেউ আবার বলেছেন ‘‘হলে এমনটাই হতে হবে, নয়তো কিছুই হবে না।’’

Advertisement
আরও পড়ুন