Viral Video Of Shah Rukh Khan

গৌরীর সঙ্গে গয়নার দোকানে শাহরুখ, সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনলেন দোকানেরই কর্মী

গয়নার দোকানে হাঁটাচলা করছেন গৌরী। তাঁর পিছন পিছন হাঁটছেন শাহরুখ। দোকানের মাঝে দাঁড়িয়েছিলেন পরমিন্দর। শাহরুখকে দেখে বুকে হাত রেখে মাথা নামিয়ে অভিবাদন জানালেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১১:৩৫
শাহরুখ খান।

শাহরুখ খান। —ছবি: সংগৃহীত।

কাচের বাক্সে রাখা রয়েছে গয়না। সেই গয়নাগুলিই ঘুরে ঘুরে দেখছেন শাহরুখ খানের পত্নী গৌরী খান। গৌরীর পিছন পিছন হেঁটে চলেছেন শাহরুখ। জিন্‌স-টিশার্টের উপর তিনি পরে রয়েছেন ডেনিমের জ্যাকেট, মাথায় টুপি। সেই দোকানের সিসিটিভি ভিডিয়োই প্রকাশ্যে এনেছেন গয়নার দোকানের এক কর্মী। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন

Advertisement

সম্প্রতি সপরিবারে দুবাইয়ে গিয়েছিলেন শাহরুখ। পুত্র আরিয়ান খানের পোশাক সংস্থার প্রচারানুষ্ঠানের পাশাপাশি শাহরুখের জন্মদিনও পালন করা হয়েছিল। পরমিন্দর সিংহ নামে দুবাইয়ের এক গয়নার দোকানের কর্মী তাঁর দোকানের সিসিটিভি ভিডিয়ো ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছেন। পরে অবশ্য সেই ভিডিয়োর ‘সেটিংস’ বদল করে দেওয়া হয়।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, গয়নার দোকানে হাঁটাচলা করছেন গৌরী। তাঁর পিছন পিছন হাঁটছেন শাহরুখ। দোকানের মাঝে দাঁড়িয়েছিলেন পরমিন্দর। শাহরুখকে দেখে বুকে হাত রেখে মাথা নামিয়ে অভিবাদন জানালেন তিনি। পরমিন্দরের দিকে তাকিয়ে এগিয়ে গেলেন শাহরুখ। গৌরীর পাশে দাঁড়ালেন বলিউডের ‘বাদশা’।

ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেন, ‘‘ভিডিয়োটি দেখে মনেই হচ্ছে যে দোকানের কর্মী শাহরুখের অনুরাগী। কিন্তু কর্মরত অবস্থায় ছিলেন বলে নিজের উত্তেজনা প্রকাশ করতে পারেননি তিনি।’’

Advertisement
আরও পড়ুন