ছবি: এক্স থেকে নেওয়া।
কথায় বলে কুকুর প্রভুভক্ত প্রাণী। কোনও কুকুরকে কেউ এক বার যদি ভালবাসা দেন, তা হলে সে সারা জীবন সেই মানুষকে মনে রেখে দেয়। তা-ও বহু মানুষ এই অবলা প্রাণীগুলির সঙ্গে নানা খারাপ কাজ করেন। তবে কুকুরপ্রেমী মানুষেরও অভাব নেই। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো তারই প্রমাণ দিল। হিমাচলের দুর্গম রাস্তা দিয়ে এগিয়ে চলেছে একটি বাস। সেই বাসের দিকে লেজ নাড়াতে নাড়াতে এগিয়ে আসছে একটি কুকুর। কুকুরটিকে আসতে দেখে বাস থামিয়ে চালক নেমে তাকে খেতে দিলেন একটি রুটি। এই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হিমাচলের সরু পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলছে একটি বাস। রাস্তাটির এক পাশে পাহাড়, অপর পাশে গভীর খাদ। সেই রাস্তা দিয়েই এগিয়ে চলেছে বাসটি। বাসটিকে দেখে রাস্তার অপর পার থেকে লেজ নাড়াতে নাড়াতে এগিয়ে এল একটি কুকুর। মুখে তার আনন্দের ছাপ স্পষ্ট। তাকে দেখে বাসচালক গাড়িটি দাঁড় করালেন। আনন্দে আত্মহারা সারমেয়টি লাফাতে লাগল। বাস থেকে নেমে এসে চালক কুকুরের দিকে এগিয়ে গেলেন। পকেট থেকে কাগজে মোড়ানো একটি রুটি বার করে কুকুরটিকে দিলেন। সারমেয় তাতেই খুশি। মুখে সেই ‘অমূল্য ধন’ নিয়ে লাফাতে লাফাতে চলে গেল সে। জানা গিয়েছে, এটি চালকের রোজকার রুটিন। প্রতি দিনই বাসটি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কুকুরটি এসে দাঁড়ায় এবং বাসচালক তাকে রুটি খেতে দেন। এই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে।
‘নিখিল সাইনি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি ভাগ করে নেওয়া হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ভিডিয়োটি প্রায় আড়াই লক্ষ বার দেখা হয়েছে। প্রায় ছ’হাজার নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। ভিডিয়োটিতে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। মন্তব্যের বাক্সে নেটাগরিকেরা তাঁদের ভালবাসা ও চালকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।