viral video of japan

মহিলাদের মতো মুখোশ ও সিলিকনের বডিসুটে ঘুরছেন ‘টাইট মেন’! ভাইরাল ভিডিয়োয় ফাঁস রহস্য

সম্প্রতি জাপানের বেশ কয়েকটি জায়গায় এই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছে যা দেখে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৩:২৩
Men donning silicone bodysuits and lifelike female masks

ছবি: সংগৃহীত।

পরনে মহিলাদের পোশাক, মাথায় বড় চুল। চালচলন দেখলে এক লহমায় মহিলা বলেই মনে হতে পারে। কিন্তু পুলিশের সন্দেহ হতেই ফাঁস হল আসল রহস্য। মহিলার বেশবাস সরাতেই প্রকাশ পেল আসল রূপ। গায়ে সিলিকনের বডিসুট, মুখে মহিলাদের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছেন পুরুষেরা! সম্প্রতি জাপানের বেশ কয়েক জায়গায় এই ধরনের ঘটনা প্রকাশ্যে এসেছে যা দেখে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

Advertisement

জাপানের সংবাদমাধ্যম এই ধরনের পুরুষদের ‘টাইট মেন’ আখ্যা দিয়েছে। সম্প্রতি জাপানের একটি ভিডিয়ো এক্স মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘জেনেভিভ গ্লাক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। তাতে দেখা গিয়েছে মুখোশধারী ব্যক্তি একটি সিলিকন বডিসুটে সাবওয়েতে বসে রয়েছেন। জাপানিদের অনেকেরই দাবি যে, এই মুখোশধারীরা ভিড়ের কাছাকাছি থাকেন, মাঝে মাঝে পথচারীদের কাছে এগিয়ে যেতে দেখা যায় তাঁদের। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, শিবুয়া এবং শিনজুকুর মতো জনপ্রিয় শহরের জনবহুল জায়গায় বেশ কয়েক জন পুরুষকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। এই ধরনের প্রবণতা বাড়তে থাকার ফলে জনসাধারণের বিশেষত মহিলাদের নিরাপত্তার উপর সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। জাপানি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ‘অ্যানিমিগাও কিরিগুমি’ নামে এক বিশেষ জাপানি অ্যানিমে সংস্কৃতিকে অনুসরণ করতেই এই ধরনের সাজপোশাক ব্যবহার করছেন পুরুষেরা।

Advertisement
আরও পড়ুন