Viral Video

ব্যস্ত রাস্তায় ঘোড়ায় সওয়ার! পাশ দিয়ে স্কুটার যেতেই সজোরে লাথি চতুষ্পদের

ভিডিয়োয় দেখা যাচ্ছে, পড়ন্ত বিকেলে পিচবাঁধানো রাস্তা ধরে নানা গাড়ির মাঝে ছুটে চলেছে একটি ঘোড়া। সাদা রঙের সেই ঘোড়ার পিঠে বসে রয়েছেন মাঝবয়সি এক তরুণ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১০:৫৯
Video of horse kicking scotty riders in startling road

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তায় ঘোড়সওয়ার। শ্বেতশুভ্র ঘোড়ায় বসে ছুটে চলেছে এক যুবক। কিন্তু পাশ দিয়ে স্কুটার যেতেই চটে গেল ঘোড়াটি। পা ঘুরিয়ে মারল এক লাথি। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে দ্রুত গতিতে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি দেখে ঘটনাটি কোথায় ঘটেছে সেটিও জানা যায়নি।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, পড়ন্ত বিকেলে পিচ বাঁধানো রাস্তা ধরে বহু গাড়ির মাঝে ছুটে চলেছে একটি ঘোড়া। সাদা রঙের সেই ঘোড়ার পিঠে বসে রয়েছেন মাঝবয়সি এক তরুণ। গাড়ি এবং মানুষের সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণের ঘোড়া ঠিকঠাকই চলছিল। বিপদ হল ঘোড়াটিকে লাঠি দিয়ে মারতেই। খেপে গেল সে। সেই মুহূর্তে পাশ দিয়ে দু’টি মেয়ে স্কুটার চালিয়ে যাচ্ছিল। তাঁদের দেখে যেন আরও রেগে গেল ঘোড়াটি। দু’পা ঘুরিয়ে সজোরে একটা লাথি মারল স্কুটারটিকে। স্কুটারের পিছনের সিটে বসে থাকা মেয়েটি টাল সামলে লাফ মেরে নেমে দাঁড়িয়ে যেতে পারলেও, স্কুটারটি যিনি চালাচ্ছিলেন তিনি স্কুটার সমেত রাস্তায় পড়ে যান।

ভিডিয়োটি ‘ভাইরাল_কা_তরকা’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বহু নেটব্যবহারকারীরা সেই ভিডিয়োয় প্রতিক্রিয়া দিয়েছেন। প্রচুর মানুষ নানা মন্তব্যও করেছেন। কেউ কেউ খোলা রাস্তায় এই ভাবে ঘোড়া চালানোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার কথা বলেছেন।

Advertisement
আরও পড়ুন