Viral Horse AK56

ঘোড়া না বন্দুক! উচ্চতায় টেক্কা দেয় ‘গ্রেট খালি’কে, ঘি দিয়ে পরিষ্কার করা হয় কোটি টাকার ‘একে ৫৬’কে

প্রতি মাসে তার পরিচর্যা বাবদ ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। সপ্তাহে অন্তত দু’বার ভেড়ার ঘি দিয়ে ‘একে ৫৬’-এর সারা শরীর মর্দন করা হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৪:৫৯

ছবি: সংগৃহীত।

মাথা দেখার জন্য যেন চোখ আকাশে তুলতে হয়। গা চকচক করছে। দীর্ঘকায় চেহারা। ছোটেও যেন আলোর গতিবেগে। নাম ‘একে ৫৬’। সাধারণত ঘোড়ার নাম এমন রাখা হয় না। বন্দুকের নামে পরিচিত এই ঘোড়ার দামও নাকি কোটি কোটি টাকা। বিহারের সোনপুর এলাকার মেলায় এমন একটি ঘোড়া নজর কেড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নিলামে এই ঘোড়ার দাম উঠেছে ১ কোটি ১১ লক্ষ টাকা।

Advertisement

‘একে ৫৬’ ঘোড়ার মালিকের নাম রুদাল যাদব। বিহারের বাসিন্দা তিনি। রুদাল জানান, ‘একে ৫৬’ সিন্ধি প্রজাতির ঘোড়া। সাধারণত এই প্রজাতির ঘোড়ার উচ্চতা ৫ ফুটের কাছাকাছি হয়। তবে ‘একে ৫৬’-এর উচ্চতা প্রায় ৭ ফুট। উচ্চতার দিক থেকে কুস্তিগির ‘দ্য গ্রেট খালি’কেও টেক্কা দেয় সে। সাধারণত ঘোড়ার পরিচর্যার জন্য প্রতি মাসে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। কিন্তু ‘একে ৫৬’-এর ক্ষেত্রে তা ভিন্ন।

প্রতি মাসে তার পরিচর্যা বাবদ ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। সপ্তাহে অন্তত দু’বার ভেড়ার ঘি দিয়ে ‘একে ৫৬’-এর সারা শরীর মর্দন করা হয়। এই ঘিয়ের প্রতি লিটারের মূল্য ১৪ হাজার টাকা। শুধু তাই নয়, প্রতি মাসে দু’লিটার ঘি খাওয়ানো হয় ঘোড়াটিকে। ঘিয়ের পাশাপাশি নানা ধরনের পুষ্টিকর উপাদানও রোজকার খাদ্যতালিকায় থাকে ‘একে ৫৬’-এর।

ঘোড়াটি দুরন্ত গতিবেগে ছুটতে পারে বলে তার এই নামকরণ। তার বয়স সাড়ে চার বছর। এক বছর বয়স থেকেই তাকে দৌড়নোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারে কোটি টাকার ‘এক ৫৬’।

Advertisement
আরও পড়ুন