Viral Video

‘এটা বাংলাদেশ নয়, ভারত’! কলকাতা মেট্রোর অন্দরে ‘ভাষা-যুদ্ধ’ দুই মহিলা যাত্রীর, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, কলকাতা মেট্রোর মধ্যে এক মহিলা যাত্রী অন্য মহিলা যাত্রীকে বলছেন, ‘‘আপনি বাংলাদেশে নয়, ভারতে রয়েছেন। পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ, আপনাকে অবশ্যই হিন্দি শিখতে হবে।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৫:৪৯

ছবি: সংগৃহীত।

ভারতে রয়েছেন, বাংলাদেশে নয়। সে জন্য বাংলার পাশাপাশি হিন্দিটাও জানা উচিত। ভাষা নিয়ে কলকাতা মেট্রোর অন্দরে দুই মহিলার কলহে হুলস্থুল পড়ে গিয়েছে শহর জুড়ে। উঠেছে নানা প্রশ্ন। বিতর্কের সূত্রপাত একটি ভিডিয়োকে কেন্দ্র করে। ভাইরাল সেই ভিডিয়োয় বাংলা ভাষায় কথা বলা নিয়ে মেট্রোর অন্দরে তর্ক করতে দেখা গিয়েছে দুই মহিলাকে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, কলকাতা মেট্রোর মধ্যে এক মহিলা যাত্রী অন্য মহিলা যাত্রীকে বলছেন, ‘‘আপনি বাংলাদেশে নয়, ভারতে রয়েছেন। পশ্চিমবঙ্গ ভারতেরই একটি অংশ এবং আপনাকে অবশ্যই হিন্দি শিখতে হবে।’’ তাঁকে আরও বলতে শোনা যায়, ‘‘আপনি বাংলা বলতে জানেন, কিন্তু ভারতে বসবাস করেও হিন্দি বলতে জানেন না কেন?’’ এই সব কথা শুনে তীব্র আপত্তি জানান দ্বিতীয় মহিলা। তাঁকে ‘বাংলাদেশি’ বলায় তিনি অপমানিত হয়েছেন বলেও উল্লেখ করেন। এর পর তিনি বলেন, ‘‘আমি পশ্চিমবঙ্গে থাকি, আপনার জায়গায় নয়।’’ তখন আবার পাল্টা উত্তর আসে। প্রথম মহিলা ব্যঙ্গ করে বলেন, ‘‘এই মেট্রো এবং পশ্চিমবঙ্গ আপনার নয়।’’ উত্তরে দ্বিতীয় জন আবার বলেন, ‘‘পশ্চিমবঙ্গও আমার, মেট্রোও আমার। আমার দেওয়া করের টাকায় এটা তৈরি করা হয়েছে। আপনার টাকা দিয়ে নয়।’’ এর পর ভিডিয়ো করা নিয়ে প্রথম মহিলা দ্বিতীয় মহিলাকে মামলা করার হুমকিও দেন। দু’জনের বাগ্‌বিতণ্ডার মধ্যে আরও কয়েক জন যাত্রীকে কথা বলতে গিয়েছে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

গত মঙ্গলবার এক্স হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করেন অভিনব পাল নামে এক ব্যবহারকারী। ভিডিয়োটি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। বহু বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের ঝড়় উঠেছে।

আরও পড়ুন
Advertisement