Viral Video

ছাদে যুযুধান দু’পক্ষ, কিল-চড়-ঘুষির মাঝেই ছাদ ভেঙে পড়লেন চার জন! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির ছাদে মারামারি করছেন কয়েক জন যুবক-যুবতী। দেখে মনে হচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য। একে অপরকে এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি চালাচ্ছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৪:৩১
Video of group of young people fight on roof goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

ভাঙা বাড়ির ছাদে মারমারি করছিলেন জনা কয়েক যুবক-যুবতী। একে অপরকে লক্ষ্য করে এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি চালাচ্ছিলেন। তখনই ঘটে গেল বিপত্তি। ছাদ ভেঙে নীচে পড়লেন তাঁরা। এমনই একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির ছাদে মারামারি করছেন কয়েক জন যুবক-যুবতী। দেখে মনে হচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য। একে অপরকে এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি মারছেন তাঁরা। এক-দু’জন আটকানোর চেষ্টাও করেন। তবে লাভ হয়নি। মারপিট করতে করতে হঠাৎই বাড়িটির ছাদ ধসে পড়ে। সেই গর্তের মধ্যে দিয়ে নীচে পড়ে যান যুযুধান জনা চারেক যুবক-যুবতী। বাকিরা অবাক হয়ে সে দিকে তাকিয়ে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। বুধবার পোস্ট করা সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। ছাদে গর্ত হয়ে পড়ে যাওয়া ওই যুবক-যুবতীদের সুস্থতাও কামনা করেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন