Viral Video

আইবুড়োভাতে আনন্দে আত্মহারা পাত্র মাটিতে লুটিয়ে পড়লেন হঠাৎ! মৃত্যু নাচতে নাচতেই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২২ বছর বয়সি মৃত পাত্রের নাম শিবম কুমার। গত রবিবার রাতে শিবমের আইবু়ড়োভাত উপলক্ষে তাঁর বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ০৯:৫৪
Video of groom dies due to heart attack while dancing in a ceremony

ছবি: এক্স থেকে নেওয়া।

বাড়িতে আইবুড়োভাতের অনুষ্ঠান চলছে। বিয়ের আনন্দে ভাইবোনদের সঙ্গে আত্মহারা হয়ে নাচছিলেন পাত্র। নাচতে নাচতে হঠাৎ বুক চেপে মাটিতে লুটিয়ে পড়লেন। আর উঠে দাঁড়াতে পারলেন না। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। বিয়ের আগের রাতে পাত্রের মৃত্যুতে আনন্দের অনুষ্ঠান বদলে গেল শোকে। উত্তরপ্রদেশের হাতরাস জেলার ভোজপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২২ বছর বয়সি মৃত পাত্রের নাম শিবম কুমার। গত রবিবার রাতে শিবমের আইবুড়োভাত উপলক্ষে তাঁর বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই ভাই- বোনদের সঙ্গে তিনি নাচছিলেন। কিন্তু নাচতে নাচতে হঠাৎই মাটিতে পড়ে যান। শিবমকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলেও চিকিৎসকেরা জানিয়েছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

শিবমের মৃত্যু প্রসঙ্গে তাঁর ভাই রচিত কুমার জানিয়েছেন, তাঁদের মা রক্তের ক্যানসারে আক্রান্ত। শিবম স্থানীয় একটি বেসরকারি স্কুলে কম্পিউটারের শিক্ষক ছিলেন। মায়ের চিকিৎসা এবং ভাইয়ের পড়াশোনার দায়িত্ব ছিল তাঁর উপরেই। সোমবার আগ্রার বাসিন্দা মোহিনীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল শিবমের। কিন্তু তার আগের রাতেই মৃত্যু হল তাঁর।

Advertisement
আরও পড়ুন