—প্রতীকী ছবি।
তৃষ্ণার্ত কাক এবং মাটির কলসিতে নুড়ি ফেলে সেই কাকের জলপানের গল্প ছোটবেলায় কমবেশি সবাই পড়েছি বা শুনেছি। গল্পে একটি কাক একটি কলসির জল খেতে গিয়েও বার বার ব্যর্থ হয়। কারণ, জলস্তর অনেক নীচে ছিল এবং কলসির মুখ ছিলছোট। শেষে কাক কলসিতে নুড়ি ফেলতে থাকে। ফলে জলস্তর বেড়ে যায়। জল কলসির কানায় পৌঁছতেই তা পান করে কাকটি। তৃষ্ণার্ত কাকের জনপ্রিয় সেই উপকথা সম্পদ এবং অধ্যবসায়ের গুরুত্ব শেখায়। সেই গল্পই এ বার বইয়ের পাতা থেকে উঠে এল বাস্তবের মাটিতে। কলসির পরিবর্তে একটি বোতলের ভিতর নুড়ি ফেলে জলস্তর উপরে নিয়ে আসতে দেখা গেল এক তৃষ্ণার্ত কাককে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঠের মাঝে একটি ঢাকনা খোলা স্বচ্ছ বোতল রাখা রয়েছে। পাশেই একটি কাঠের গুঁড়ি। আর তার সামনেই ঘুর ঘুর করছে একটি কাক। এর পর কাকটিকে হঠাৎ মুখ থেকে খান তিন-চারেক নুড়ি ওই বোতলের মধ্যে ফেলতে দেখা যায়। কিন্তু জল কাকের ঠোঁট পর্যন্ত পৌঁছয় না। এর পর আরও কয়েকটি নুড়ি বোতলের মধ্যে ফেলে কাকটি। আবার জলের উচ্চতা মাপে। শেষমেশ এ ভাবে নুড়ি ফেলে বোতলের জলস্তর বাড়িয়ে তৃষ্ণা মেটায় কাকটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। আর ভিডিয়োটি দেখে গল্পের সেই কাকের কথা মনে পড়েছে নেটাগরিকদের।
ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিয়োটি ইতিমধ্যেই হইচই ফেলেছে সমাজমাধ্যমে। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। অনেকে অনেক মজার মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখে। নেটাগরিকদের এক জন লিখেছেন, ‘‘আমি এখন শান্তিতে মরব। অবশেষে বাস্তবেও দেখা মিলল গল্পের কাকের।’’