Viral Video

মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়ল খুদে ফুটবলার! ‘ঘোড়ার ঘুম’ ভাঙাতে ব্যর্থ রেফারিও

মাঠের মধ্যে খেলতে খেলতে দাঁড়িয়ে পড়েছে এক যুবক। দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়েছে সে। যেন সারা দিনের ক্লান্তি নেমে পড়েছে তার চোখে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৫:৪০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাঠের মধ্যে চলছে ফুটবল ম্যাচ। বল নিয়ে দৌড়াদৌড়ি করছে দুই দল। সকলেই খুদে। গোল করার খিদে নিয়েই মাঠে ছোটাছুটি করছে তারা। কিন্তু তার মাঝেই মাঠের মধ্যে দাঁড়িয়ে পড়ল এক যুবক। চোখ বন্ধ করে মাথা একেবারে নুইয়ে পড়ছে তার। খেলা বন্ধ করে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়েছে সে। সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছে সেই ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। এটি তাইল্যান্ডের ঘটনা।

Advertisement

‘সেএশিয়া.নিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, মাঠের মধ্যে খেলতে খেলতে দাঁড়িয়ে পড়েছে এক যুবক। দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়েছে সে। যেন সারা দিনের ক্লান্তি নেমে পড়েছে তার চোখে। পাশ দিয়ে সকলে দৌড়দৌড়ি করলেও তার টনক নড়ছে না।

মাথা নুইয়ে যেন মাঠেই পড়ে যাবে সে। তবুও ঘুমন্ত অবস্থায় দাঁড়িয়েই রয়েছে যুবক। শেষ পর্যন্ত রেফারি এসে তার ঘুম ভাঙানোর চেষ্টা করলেন। তিনিও সফল হলেন না। মাঠের মাঝে দাঁড়িয়ে ঘুমোতেই লাগল খুদে।

ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘আহা রে! বেচারা মনে হয় খেলার উত্তেজনায় সারা রাত জেগে ছিল।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘এ যে একেবারে ঘোড়ার ঘুম। ভারী মজার তো!’’

Advertisement
আরও পড়ুন