ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
বিস্তীর্ণ জলাভূমি। তার মাঝে গলা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে সুদর্শন একটি পাখি। নাম তার বেগনি হেরন। কিন্তু পাখিটি একা দাঁড়িয়ে নেই। তার মুখে ধরা রয়েছে একটি জলঢোঁড়া সাপ। সাপটি বেগনি হেরনের ক্ষুধার শিকার হয়েছে। কিন্তু এত সহজে হার মেনে নিতে রাজি নয় সাপটি। বেগনি হেরনটি যখন সাপটিকে খাচ্ছে, তখন সাপটিও ঘুরে পাখিটির গলা পেঁচিয়ে ধরেছে। শেষ নিঃশ্বাস অবধি বেগনি হেরনের সঙ্গে লড়ে চলে জলঢোঁড়াটি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ওড়িশার মঙ্গলাজড়িতে ঘটেছে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বড় বড় ঘাসে ঘেরা জলাভূমির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটি বেগনি হেরন। পাখিটি সাপ ধরার ফন্দিতে ঘাসের মাঝে তার লম্বা ঠোঁট ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। বেগনি হেরনটি তার লক্ষ্যপূরণে সফলও হয়। খুব সহজেই সে একটি জলঢোঁড়া সাপ ধরে ফেলে। কিন্তু সাপটি এত সহজে বেগনি হেরনের কাছে নিজের প্রাণ হারানোর পাত্র নয়। সাপটির অর্ধেকের বেশি দেহ বেগনি হেরনের মুখের ভিতরে থাকা সত্ত্বেও, সে পাখিটির গলা পেঁচিয়ে ধরে। বেগনি হেরনটি নিজের গলাকে সাপের বাঁধন থেকে ছাড়াবার প্রাণপণ চেষ্টা করতে থাকে। কিন্তু জলঢোঁড়া হলেও সাপ তো, সে-ও তার প্যাঁচের বাঁধন জোরালো করতে থাকে। পাখিটি মাথা ঝাঁকিয়ে সেই বাঁধন থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করে। এ ভাবেই সাপটিকে আর বেশি ক্ষণ টিকে থাকতে দেয়নি বেগনি হেরনটি। পাখিটি নিজের মাথা ঝাঁকাতে ঝাঁকাতেই সাপটির মাথায় একটা কামড় বসায়। সাপটি তৎক্ষণাৎ নিস্তেজ হয়ে পড়ে এবং মারা যায়। বেগনি হেরনের গলার বাঁধনও ছেড়ে যায়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘নারেশওয়াইল্ডলাইফ’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। সেই অ্যাকাউন্টের ব্যবহারকারী নিজেই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। ১০ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। বন্যপ্রাণের এই টিকে থাকার লড়াই নেটাগরিকদের মন ছুঁয়ে গিয়েছে।