ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
কচ্ছপের গলায় মাছ ধরার জাল আটকে গিয়েছে। একটি ডলফিন প্রাণপণে চেষ্টা করছে তার বন্ধু কচ্ছপকে জালের বাঁধন থেকে রক্ষা করার। কিন্তু ডলফিনের পাখনায় তো কচ্ছপের গলা থেকে জাল ছাড়ানোর ক্ষমতা নেই, তা হলে উপায়? জলের সব থেকে বুদ্ধিমান প্রাণীটি তাই সাহায্য করার এক অভিনব উপায় বেছে নিল। সমুদ্রে ভেসে চলা নৌকোয় থাকা দুই ব্যক্তির কাছে অসহায় কচ্ছপকে নিয়ে ‘ছুটে’ গেল ডলফিনটি। তাঁরা ডলফিনের সেই কাতর আর্তিতে সাড়াও দিলেন। নৌকোতে কচ্ছপটিকে তুলে নিয়ে তার গলা থেকে জালের বাঁধন খুলে দিলেন। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সমুদ্রের নীল জলের মধ্যে ভেসে চলেছে একটি যাত্রিবাহী নৌকো। সেই নৌকোকে লক্ষ্য করে এগিয়ে আসছে একটি ডলফিন। কিন্তু সে একা আসছে না, সঙ্গে নিয়ে আসছে একটি কচ্ছপকে। কচ্ছপটিকে ডলফনটি তার নাকের সাহায্যে রীতিমতো ঠেলতে ঠেলতে নিয়ে এসে নৌকোর উপর তুলতে চাইছে। জলের সব থেকে বুদ্ধিমান প্রাণীর এই রূপ আচরণ দেখে নৌকোয় থাকা দুই তরুণের মনে কৌতূহল জাগে। তাঁরা এগিয়ে যান এবং কচ্ছপটিকে নৌকোয় তুলে নেন। তার পর তাঁরা বুঝতে পারেন ডলফিনটির এ-হেন আচরণের কারণ। কচ্ছপটিকে নৌকোয় তোলার পর দুই তরুণ দেখতে পান যে কচ্ছপটির গলায় পেঁচিয়ে রয়েছে এক টুকরো মাছ ধরার জাল। তরুণেরা দ্রুত সেটিকে ছাড়ানোর ব্যবস্থা করেন। অন্য দিকে চিন্তিত ডলফিন তার সাঙ্গোপাঙ্গদের নিয়ে নৌকোর চারপাশেই ঘুরতে থাকে। দেখে মনে হল যেন তরুণেরা তাদের অসহায় বন্ধুর ঠিকঠাক যত্ন নিচ্ছে কি না সেটাই পর্যবেক্ষণ করার জন্য ঘুরে বেড়াচ্ছে সে। কচ্ছপের গলা থেকে জালটি খোলা হয়ে গেলে তরুণেরা তাকে জলে ফিরিয়ে দেন। বন্ধু ডলফিন তখন মহা আনন্দের সঙ্গে নৌকোর কাছে এসে তরুণদের মাথা নাড়িয়ে ধন্যবাদ জানায়, আদরও খায়। তার পর ডলফিনগুলি কচ্ছপকে নিয়ে গভীর সমুদ্রে চলে যায়। মন ভাল করা সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
‘সল্টিওয়েফার’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে চার কোটি নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। ডলফিনের বন্ধুত্বপূর্ণ আচরণের প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকেরা।