viral video

ছবি তুলতে গিয়ে ‘রাজা’র মুখোমুখি! বুক বাজিয়ে সাবধান করল বি‌শাল গরিলা, কোনও মতে বাঁচলেন যুবক

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রকাণ্ড এক গরিলা যুবকের একেবারে সামনে চার পায়ে দাঁড়িয়ে রয়েছে। বন্যপ্রাণীটির গতিবি‌ধি বুঝতে না পেরে প্রায় নিশ্চল হয়ে বসে থাকতে হয় চিত্রগ্রাহককে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯
Video of a gorilla chase and beat its chest to a photographer went viral

ছবি: এক্স থেকে নেওয়া।

ঘন জঙ্গলের মধ্যে ক্যামেরা হাতে নিয়ে বসেছিলেন যুবক। চারদিকে ঘিরে রয়েছে ভয়ালদর্শন গরিলারা। একপাল গরিলার সামনে পড়ে নট নড়নচড়ন অবস্থা চিত্রগ্রাহকের। ইচ্ছা থাকলেও সেখান থেকে উঠে সরে আসতে পারেননি তিনি। কারণ, তাঁর এক হাতের মধ্যেই চার পায়ে দাঁড়িয়ে রয়েছে এক বিশাল গরিলা। হাঁটু মুড়ে ক্যামেরা হাতে অসহায়ের মতো বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। এমনই এক শিউরে ওঠা ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে সেই দৃশ্য। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রকাণ্ড এক গরিলা যুবকের একেবারে সামনে চার পায়ে দাঁড়িয়ে রয়েছে। বন্যপ্রাণীটির গতিবি‌ধি বুঝতে না পেরে প্রায় নিশ্চল হয়ে বসে থাকতে হয় চিত্রগ্রাহককে। হঠাৎ করেই বিশালাকার প্রাণীটি ইতিউতি চাইতে শুরু করে। তার পর আসে চরম মুহূর্তটি। হঠাৎ করেই প্রাণীটি ওই তরুণের দিকে এগোতে শুরু করে। তার সামনে গিয়ে দু’পায়ে দৌড়ে তাঁর কাছে গিয়ে বুক চাপড়াতে থাকে। সেই শব্দে কান ফেটে যাওয়ার জোগাড় হয় তাঁর। একটি পুরুষ গরিলা কতটা বড় ও শক্তিশালী, সেই ক্ষমতা দেখানোর জন্য তারা বুক চাপড়ায়। গরিলাকে তেড়ে আসতে দেখে মাথা নিচু করে বসে পড়েন ওই যুবক।

ভাগ্যক্রমে বিশাল গরিলাটি তরুণের কোনও ক্ষতি করেনি। কিছুটা দূরে গিয়ে সেটি বসে পড়ে। সেই দেখে ওই জায়গা ছেড়ে ধীরে ধীরে সরে পড়েন চিত্রগ্রাহক। ২১ জানুযারি পোস্ট হওয়া এই ভিডিয়োটি প্রায় ৭০ লক্ষ বার দেখা হয়েছে।

Advertisement
আরও পড়ুন