Viral Video

সিংহকে কোলে বসিয়ে আদর তরুণীর! তা দেখেই এগিয়ে এল সিংহী, তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে একটি সিংহকে কোলে নিয়ে বসে রয়েছেন এক বিদেশিনি। সিংহটির গলা জড়িয়ে রয়েছেন তিনি। তার মাথায় পর পর স্নেহচুম্বনও দিচ্ছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:০৬
Video of a girl hugs and kisses a Lion goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

সিংহকে কোলে বসিয়ে, গলা জড়িয়ে মাথায় একের পর এক স্নেহচুম্বন! তরুণীর এমন কীর্তিতে হইচই পড়ল নেটদুনিয়ায়। সম্প্রতি নির্ভীক ওই মহিলাকে সিংহটিকে কোলে বসিয়ে আলিঙ্গন এবং চুম্বন করতে দেখা গিয়েছে। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। আর ভিডিয়োটি ভাইরাল হতেই তা সমাজমাধ্যমে ঝড় তুলেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে একটি সিংহকে কোলে নিয়ে বসে রয়েছেন এক বিদেশিনি। সিংহটির গলা জড়িয়ে রয়েছেন তিনি। তার মাথায় পর পর স্নেহচুম্বনও দিচ্ছেন। পশুরাজও পরম আনন্দে সেই আদর উপভোগ করছে। মাঝেমধ্যে লম্বা লম্বা হাই তুলে জানান দিচ্ছে আলস্যের কথা। সিংহটিকে আদর খেতে দেখে এক সিংহীও তরুণীর দিকে এগিয়ে আসে। তাকেও আদর করতে শুরু করেন ওই তরুণী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত বৃহস্পতিবার ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। সমাজমাধ্যমে লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের একাংশ ওই তরুণীর সাহসকে কুর্নিশ জানিয়েছেন। উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে সত্যিই মুগ্ধ! এক জন মানুষ এবং সিংহের মধ্যে এমন বিরল বন্ধন সত্যিই নজিরবিহীন।’’ দ্বিতীয় জন আবার লিখেছেন, ‘‘আশা করি সিংহটি তার বন্য প্রবৃত্তি দেখাবে না! মহিলা যা করছেন তা পাগলামি।’’

Advertisement
আরও পড়ুন