Viral Video

রিল বানাতে রাস্তার উপর কায়দা করে হাঁটছিলেন তরুণ-তরুণীরা, ‘উড়ে গেলেন’ গাড়ির ধাক্কায়!

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার উপর দিয়ে দল বেঁধে হাঁটছেন পাঁচ তরুণ। একদম সামনে এক তরুণের সঙ্গে হাঁটছেন এক তরুণীও। এক-দু’জন বাদে তাঁদের প্রায় প্রত্যেকের শরীরেই কালো পোশাক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৪:০১
Some youth was making reel on road, then this happened, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

রিল বানাতে ব্যস্ত জনা কয়েক তরুণ। রাস্তা দিয়ে দল বেঁধে যাচ্ছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন এক তরুণীও। পিছন থেকে এসে তাঁদের উড়িয়ে দিল দ্রুতগামী গাড়ি। ধাক্কা খেয়ে শূন্যে উড়ে মাটিতে পড়লেন তাঁরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার উপর দল বেঁধে হাঁটছেন পাঁচ তরুণ। একদম সামনে এক তরুণের সঙ্গে হাঁটছেন এক তরুণীও। এক-দু’জন বাদে তাঁদের প্রত্যেকের শরীরেই কালো পোশাক। রিল বানানোর উদ্দেশ্যে তাঁরা সকলেই বেশ কায়দা করে হাঁটছিলেন। এমন সময় হঠাৎই এক গাড়ি এসে পিছন থেকে ধাক্কা মারে ওই তরুণদের। গাড়ির ধাক্কায় শূন্যে উড়ে যান তাঁরা। ছিটকে গিয়ে মাটিতে পড়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত মঙ্গলবার ‘প্রিয়া সিংহ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বেশি কায়দা। বেশ হয়েছে ধাক্কা খেয়েছে। উচিত শিক্ষা পেয়েছে।’’ অন্য এক জনের কথায়, ‘‘এ ভাবে জীবনের ঝুঁকি নিয়ে রিল বানানোর কোনও মানে হয় না।’’ উল্লেখ্য, সমাজমাধ্যমে তরুণ প্রজন্মের রিল বানানোর আসক্তি এবং তার কুফল নিয়ে অনেক দিন ধরেই চর্চা চলছে সমাজমাধ্যমে। তার মধ্যেই দুর্ঘটনার ভাইরাল সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।

Advertisement
আরও পড়ুন