Viral Video

খাবার নিয়ে দুই খাদকের ‘ঠান্ডা লড়াই’! রেগে গিয়ে কুমিরকে থাবা মারল চিতাবাঘ, তার পর...

ভাগাভাগি করে খেতে রাজি নয় চিতাবাঘ। কিন্তু বহু টেনেহিঁচড়েও খাবারে মন খুলে ভাগ বসাতে পারল না সে। তবু কুমিরের কামড়ের জোরের কাছে হার মানতে নারাজ সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৪
Video of a dispute over food in-between a leopard and crocodile goes viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আগে গেলে বাঘে খায়। কিন্তু সেখানে যদি আরও আগে থেকে কুমির থাকে? তখন কুমিরে এসেও ভাগ বসায়। কিন্তু ভাগাভাগি করে খেতে রাজি নয় চিতাবাঘ। কিন্তু বহু টেনেহিঁচড়েও খাবারে মন খুলে ভাগ বসাতে পারল না সে। তবু কুমিরের কামড়ের জোরের কাছে হার মানতে নারাজ সে। রেগে গিয়ে কুমিরের মাথায় থাবা দিয়ে আঘাত করে বসল চিতাবাঘ। বন্য জীবনের খাবারের জন্য লড়াইয়ের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়ো অনুসারে ঘটনাটি দক্ষিণ লুয়ানগুয়ায় ঘটেছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি শিকারকে ঘিরে শুয়ে রয়েছে একদল কুমির। খাবার একটি, তবে খাদকের সংখ্যা অনেক। কুমিরদের মাঝে একটি চিতাবাঘও সেই খাবারের স্বাদ নিতে উপস্থিত রয়েছে। কিন্তু সরীসৃপদের সঙ্গে খাবার ভাগ করে নিতে খুশি নয় সে। এতগুলো কুমিরের মাঝে খাবারটিকে মনের মতো করে বাগেও পাচ্ছে না চিতাবাঘটি। কুমিরদের মাঝ থেকে মুখ ঢুকিয়ে সেটিতে কামড় বসাতে সফল হলেও পর ক্ষণেই মুখ থেকে পড়ে গেল খাবারটি। কুমিরগুলোও তাকে কিছুতেই সেই খাবার নিয়ে যেতে দেবে না। কেউই হার মানতে রাজি নয়। বহু চেষ্টা করেও খাবারটিকে নিজের না করতে পেরে চিতাবাঘটি গেল বেজায় রেগে। বিরক্তির সঙ্গে একটি কুমিরের মাথায় থাবার আঘাত করে বসল সে। কিন্তু কুমিরটি পাত্তাই দিল না। খাবার মুখে নিয়ে নিশ্চিন্তে শুয়ে রইল সে। পাল্টা আঘাত করার প্রয়োজনও মনে করল না কুমির। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

‘লেটেস্ট_ওয়াইল্ডটিনগ্‌স’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকেরা নানা রকমের মন্তব্যবাক্সে নানা রকমের মজার মন্তব্য করেছেন। এক জন নেটাগরিক চিতাবাঘটিকে কুমিরগুলোকে খেয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। নেটাগরিকদের একাংশ আবার একটি খাদ্যের জন্য দুই খাদকের ‘ঠান্ডা লড়াই’ দেখে মজা পেয়েছেন।

Advertisement
আরও পড়ুন