— প্রতিনিধিত্বমূলক চিত্র।
দক্ষিণ-পশ্চিম দিল্লির কাপাশেরা এলাকার এক বিনোদন পার্ক। পার্কটি নানান ধরনের রাইডের জন্য বিখ্যাত। এ হেন পার্কে গিয়েই রোলারকোস্টার থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক তরুণীর। চলতি সপ্তাহে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
শনিবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২৪ বছর বয়সি ওই তরুণীর নাম প্রিয়ঙ্কা। চলতি বছরেই বিয়ে হওয়ার কথা ছিল তাঁর। বৃহস্পতিবার সন্ধ্যায় হবু স্বামী নিখিলের সঙ্গে বিনোদন পার্কে গিয়ে রোলারকোস্টারে চড়েছিলেন প্রিয়ঙ্কা। সে সময়েই কোনও ভাবে আচমকা উপর থেকে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রেই জানা গিয়েছে, তরুণীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁর দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্টে জানা গিয়েছে, তরুণীর দুই পায়ে এবং ডান হাতে গুরুতর চোট লেগেছিল। রক্তক্ষরণ হয়েছিল নাক এবং কান থেকেও। বাম হাঁটুতেও একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে।
পুলিশের এক জন ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, প্রিয়াঙ্কার সঙ্গী নিখিলই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই কাপাশেরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এক জন তদন্তকারী হাসপাতাল পরিদর্শন করে মৃত তরুণীর মেডিক্যাল রিপোর্টও সংগ্রহ করেছেন। অন্য দিকে, নিখিল পুলিশকে জানিয়েছেন, গত ফেব্রুয়ারি মাসেই বাগদান হয়েছিল তাঁর এবং প্রিয়ঙ্কার। চলতি বছরেই আনুষ্ঠানিক ভাবে বিয়ে সেরে ফেলার পরিকল্পনা ছিল যুগলের। বৃহস্পতিবার সন্ধ্যায় দু’জনে মিলে দক্ষিণ-পূর্ব দিল্লির ওই বিনোদন পার্কে যান। সেখানেই ঠিক করেন, দু’জনে মিলে রোলারকোস্টারে চড়বেন। কিন্তু সেটাই কাল হল!
অভিযোগ এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ২৮৯ এবং ১০৬ ধারার অধীনে একটি এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। পার্কের কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ এনেছে প্রিয়াঙ্কার পরিবার।