Viral Video

সেয়ানে সেয়ানে লড়াই! দুই বাঘের হুঙ্কারে কাঁপল কানহার জঙ্গল, শেষে কী হল? রইল ভিডিয়ো

আঁচড়ে, কামড়ে চলল লড়াই। সঙ্গে ভয়ানক গর্জন। কানহায় জাতীয় উদ্যানে বেড়াতে যাওয়া পর্যটকদের ক্যামেরায় বন্দি হয়েছে সেই বিরল দৃশ্য।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫২
Tourist captures ferocious fight in-between two tigers at Kanha National Park in Madhya Pradesh, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

মধ্যপ্রদেশের কানহা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ল দুই বাঘ। আঁচড়ে, কামড়ে চলল লড়াই। সঙ্গে ভয়ানক গর্জন। কানহা জাতীয় উদ্যানে বেড়াতে যাওয়া পর্যটকদের ক্যামেরায় বন্দি হয়েছে সেই বিরল দৃশ্য। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই বাঘের মধ্যে চলছে জোরদার লড়াই। দুই বাঘের গর্জনে কেঁপে উঠছে গোটা কানহার জঙ্গল। এক জন গায়ের জোরে অপর জনকে ধুলিসাৎ করল। তার পর মাটিতে শুয়ে থাকা বাঘের উপর উঠে দাঁড়ানোর চেষ্টা করল অপর বাঘটি। কিন্তু ধরাশায়ী হয়ে থাকা বাঘটিও কম যায় না। শুয়ে শুয়েই সে অন্য বাঘটির গায়ে একের পর এক থাবা বসাতে থাকল। তার পর উঠে দাঁড়াল সে। দু’জনেই এ বার পিছনের দু’পায়ের সাহায্যে দাঁড়িয়ে ‘যুদ্ধ’ চালিয়ে যেতে থাকল। কখনও কামড়, কখনও আঁচড়, হার মেনে নিতে রাজি নয় কেউই। চার পাশ ধুলোয় ঢেকে গেল। তার পর তাদের মনে হল অনেক হয়েছে, এ বার থামা উচিত। দু’জনেই একসঙ্গে রণে ভঙ্গ দিল। দেখে মনে হল, হাতাহাতির মাঝেই তারা নিজেদের মধ্যে বনিবনা করে নিয়েছে। যুদ্ধ শেষে লেজ নাড়াতে নাড়াতে জঙ্গলের গভীরে হেঁটে চলে গেল দু’জনে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

কানহা জাতীয় উদ্যানের বনাধিকারিক রবীন্দ্রমনি ত্রিপাঠি তাঁর এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ঘটনাটি কবেকার, সে বিষয়ে কিছু জানানো না হলেও ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ২৭ জানুয়ারি। বহু নেটাগরিক সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি শেয়ার করেছেন। ইতিমধ্যে প্রায় ১২ হাজার বার ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ বিভিন্ন মন্তব্যও করেছেন।

Advertisement
আরও পড়ুন