Viral Video

মোটরবাইকে চালক-আরোহীর মাঝে সওয়ার উট! ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই

ব্যস্ত রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এক তরুণ। পিছনে বসে রয়েছেন এক জন আরোহী। তবে তাঁদের মাঝে বসে থাকা আর এক আরোহীকে দেখেই চক্ষু চড়কগাছ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৯
Two men carrying camel on bike, video went viral

ছবি: এক্স থেকে নেওয়া।

সকালের ব্যস্ত সময়। রাস্তা দিয়ে ছুটে চলেছে বাইক, গাড়ি। কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও নজর কাড়ল এক মোটরবাইক। বাইকের তিন নম্বর আরোহীকে দেখেই হইচই শুরু হয়ে গিয়েছে সমাজমাধ্যমে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘ভাইরাল নিউজ় ভাইব্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ব্যস্ত রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন এক তরুণ। পিছনে বসে রয়েছেন এক জন আরোহী। তবে তাঁদের মাঝে বসে থাকা আর এক আরোহীকে দেখেই চক্ষু চড়কগাছ। বাইকের চালক এবং বাইক আরোহীর মাঝে বসে রয়েছে একটি উট। তার পা বাঁধা। লেজ ধরে রয়েছেন বাইকের পিছনের আসনে বসে থাকা আরোহী। মুখ হাঁ করে মাঝেমধ্যে ডেকে চলেছে উটটি। হাওয়া খেতে খেতে বাইকে সওয়ার উট। ওই বাইকের পিছনে থাকা আর একটি বাইকের আরোহী এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করেছে।

ঘটনাটি কোথাকার সে বিষয়ে জানা না গেলেও ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিকের কথায়, ‘উটটি মনের আনন্দে বাইকে হাওয়া খেতে খেতে যাচ্ছে।’’ আবার অন্য এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘এ ভাবে উটের পা বেঁধে নিয়ে গেলে তো তারই কষ্ট হবে।’’

Advertisement
আরও পড়ুন