Viral Video

অফিসের লকার থেকে উপচে পড়ছে দুধ, চামচ ডুবিয়ে খাচ্ছেন তরুণী! রইল গা ঘিনঘিনে ভিডিয়ো

কম্পিউটারে মুখ গুঁজে চুপচাপ কাজ করছেন এক তরুণী। হঠাৎ কম্পিউটারের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে লকারের নীচের ড্রয়ারটি টেনে খুললেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১০:২২
Office colleague’s locker full with milk and corn flakes, video went viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

কাজ করতে করতে খিদে পেয়ে গিয়েছে তরুণীর। কিন্তু কাজ ছেড়ে ওঠার উপায় নেই। হঠাৎ তাঁর অফিস ডেস্কে রাখা লকারের ড্রয়ার টেনে খুলে ফেললেন তরুণী। ড্রয়ারের ভিতর থৈ থৈ করছে দুধ। তার মধ্যেই ‘সাঁতার’ কাটছে কর্ন ফ্লেক্স। ড্রয়ারের ভিতর চামচ ডুবিয়ে টুক করে সকলের নজরের আড়ালে দুধ-কর্ন ফ্লেক্স খেয়ে ফেললেন তরুণী। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘ম্যাজিকস্পুনসিরিয়াল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, কম্পিউটারে মুখ গুঁজে চুপচাপ কাজ করছেন এক তরুণী। হঠাৎ কম্পিউটারের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে লকারের নীচের ড্রয়ারটি টেনে খুললেন তিনি। অথচ তা ছিল ফাঁকা। সঙ্গে সঙ্গে উপরের ড্রয়ারটি খুললেন তরুণী। ড্রয়ারটি খুলতেই দেখা গেল, তার ভিতর থৈ থৈ করছে দুধ আর কর্নফ্লেক্স। দুধের সঙ্গে কর্নফ্লেক্স মিশিয়ে ড্রয়ারের মধ্যে ঢেলে রেখেছেন সেই তরুণী। কাজের ফাঁকে ড্রয়ারের ভিতর চামচ ডুবিয়ে তা খেয়েও নিলেন তিনি। উপরের ড্রয়ার থেকে কিছুটা দুধ উপচে নীচে পড়ল। তরুণীর পিছনে বসেছিলেন অফিসের এক কর্মী। পুরনো ঘটনাটি ক্যামেরাবন্দি করে সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। ভিডিয়োটি পোস্ট করে তিনি প্রশ্ন করেন, ‘‘আমার সহকর্মীর কি মাথার সমস্যা দেখা দিয়েছে?’’ ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক বলেছেন, ‘‘ড্রয়ারের ভিতর যা ময়লা ছিল তা সব দুধের সঙ্গে মিশে গিয়েছে।’’

Advertisement
আরও পড়ুন