Cyber Fraud in Bihar

মহিলাদের অন্তঃসত্ত্বা করতে পারলেই মিলবে ৫ লাখ! সাইবার প্রতারণার নয়া ছক ফাঁস

সন্তানহীন মহিলাদের অন্তঃসত্ত্বা করতে হবে! এমন চাকরির প্রস্তাব নিয়ে দেশের বিভিন্ন রাজ্য থেকে ফোন করতেন ওই তিন জন। বলা হত, মহিলা অন্তঃসত্ত্বা হলে দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৫:০৭
মহিলাদের অন্তঃসত্ত্বা করতে পারলেই মিলবে ৫ লাখ! সাইবার প্রতারণার ছক ফাঁস বিহারে।

মহিলাদের অন্তঃসত্ত্বা করতে পারলেই মিলবে ৫ লাখ! সাইবার প্রতারণার ছক ফাঁস বিহারে। —প্রতীকী চিত্র।

যত দিন যাচ্ছে, প্রতারকেরা প্রতারণার নিত্যনতুন উপায় খুঁজে বার করছেন। তবে বিহারের তিন সাইবার প্রতারকের কাণ্ড দেখে অবাক তদন্তকারীরাও। কারণ তাঁদের প্রতারণার ফাঁদে ফেলার অভিনব কায়দা। সন্তানহীন মহিলাদের অন্তঃসত্ত্বা করতে হবে! এমন চাকরির প্রস্তাব নিয়ে দেশের বিভিন্ন রাজ্য থেকে ফোন করতেন ওই তিন জন। দেওয়া হত মোটা টাকার প্রলোভনও। বলা হত, মহিলা অন্তঃসত্ত্বা হলে দেওয়া হবে পাঁচ লক্ষ টাকা! আর না-হলে দেওয়া হবে ৫০ হাজার টাকা।

Advertisement

অনেকেই মোটা টাকার লোভে চাকরির প্রস্তাব গ্রহণ করতেন। প্রস্তাব গ্রহণ করলে ‘রেজিস্ট্রেশন ফি’ বাবদ ৫০০ থেকে ২০ হাজার টাকা জমা দিতে বলা হত। এই ভাবে প্রতারণাচক্র বেশ কয়েক মাস চলার পর সম্প্রতি বিহারের নওয়াদা জেলার নারদিগঞ্জ থানা থেকে গ্রেফতার করা হয়েছে ওই তিন যুবককে। ‘আজ তক’-এর একটি প্রতিবেদন অনুসারে, নওয়াদা জেলার কাহুয়ারা নামের একটি গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

ওই প্রতিবেদনে পুলিশ সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, ওই তিন যুবক ‘বেবি বার্থ সার্ভিস’ নামে একটি ভুয়ো সংস্থা খুলেছিলেন। সেই সংস্থার তরফ থেকেই বিভিন্ন রাজ্যের যুবকদের সঙ্গে যোগাযোগ করে চাকরির প্রস্তাব দেওয়া হত। তিন জনের ডেরায় তল্লাশি চালিয়ে ছ’টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করেছে পুলিশ। কত জন ওই যুবকদের দ্বারা প্রতারিত হয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন