Viral Video

‘আমার প্রেমিককে চুমু খেলি কেন?’ ব্যস্ত রাস্তায় প্রিয় বান্ধবীর চুলের মুঠি ধরে মারধর তরুণীর

দুই তরুণী একে অপরের প্রিয় বান্ধবী। তবে তাঁরা দু’জনে একই তরুণকে পছন্দ করেন। এক বান্ধবী ওই তরুণের সঙ্গে ঘনিষ্ঠ হলে সেই মুহূর্তের ভিডিয়ো ফোনে রেকর্ড করে নেন অন্য তরুণী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৫:৩৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাইরে বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন এক তরুণী। সঙ্গে ছিলেন তাঁর প্রিয় বান্ধবীও। দুই তরুণীর বন্ধুত্ব গাঢ় হওয়ার পাশাপাশি মনের মিলও ছিল প্রচুর। দু’জনেই একই তরুণের প্রেমে পড়েছিলেন। সেই রাতে বন্ধুবান্ধবের সঙ্গে ছিলেন ওই তরুণও। সুযোগ পেয়ে তরুণের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিলেন এক তরুণী। তরুণের ঠোঁটে-গালে চুমু দিয়ে ভরিয়ে দিচ্ছিলেন তিনি। সেই দৃশ্যই দেখে ফেলেন তাঁর প্রিয় বান্ধবী। রাগে আগুন হয়ে বান্ধবীর উপর ঝাঁপিয়ে পড়লেন তিনি। ব্যস্ত রাস্তায় চুলের মুঠি ধরে টেনে মারামারি করতে শুরু করেন দু’জনেই। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় দুই তরুণী চুলের মুঠি ধরে মারপিট করছেন। সুযোগ বুঝে একে অপরকে মারছেন লাথিও। অন্য কেউ তাঁদের থামানোর চেষ্টা করলে মার খাচ্ছেন তাঁরাও। তরুণীদের নাম-পরিচয় জানা যায়নি। ভিডিয়োটি কোথাকার সে বিষয়েও কিছু জানা যায়নি। ভিডিয়োটি পোস্ট করে জানানো হয়েছে যে, ওই দুই তরুণী একে অপরের প্রিয় বান্ধবী। তবে তাঁরা দু’জনে একই তরুণকে পছন্দ করেন।

এক বান্ধবী ওই তরুণের সঙ্গে ঘনিষ্ঠ হলে সেই মুহূর্তের ভিডিয়ো ফোনে রেকর্ড করে নেন অন্য তরুণী। ভিডিয়োটি বান্ধবীর মাকে দেখাবেন বলে ভয়ও দেখাতে শুরু করেন তিনি। তার পরেই কথা কাটাকাটি পৌঁছে যায় হাতাহাতির পর্যায়ে। মনের মানুষকে কেন প্রিয় বান্ধবী চুমু খেয়েছেন তা নিয়ে মারপিট শুরু হয়ে যায়। সেখানে উপস্থিত অন্য কেউ তাঁদের লড়াই থামানোর চেষ্টা করতে গেলে তাঁকেও মেরে সরিয়ে দিচ্ছিলেন দুই তরুণী।

দু’জনের চুলোচুলি দেখতে ব্যস্ত রাস্তায় ভিড় জমিয়ে ফেলেন অনেকে। কোনও কোনও পথচারী আবার ঘটনাটির ভিডিয়োও তুলতে শুরু করেন। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় তা দেখে এক নেটাগরিক বলেন, ‘‘এই লড়াই তো সিনেমাকেও হার মানায়।’’ আবার এক নেটব্যবহারকারী বলেন, ‘‘তৃতীয় ব্যক্তির কারণে দু’জনেই তাঁদের বন্ধুত্ব ভুলে গেলেন!’’

Advertisement
আরও পড়ুন