Viral Video

লাল শাড়ি, পায়ে স্নিকার্স, হিপ হপ নেচে মঞ্চে নজর কাড়লেন তরুণী, রইল ভিডিয়ো

মঞ্চে নাচ করছ‌েন এক তরুণী। তাঁর পরনে রয়েছে লাল শাড়ি এবং পায়ে স্নিকার্স। পিছনে বেজে চলেছে তামিল ভাষার একটি গান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১০:৩৩
Girls dance wearing saree and sneakers, caught attention of internet

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

মঞ্চে রয়েছেন পাঁচ তরুণী। সকলেরই পরনে লাল রঙের শাড়ি। পায়ে রয়েছে সাদা স্নিকার্স। শাড়ি-স্নিকার্স পরেই মঞ্চে নাচ করছেন তাঁরা। সেই ভিডিয়ো দেখেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

সম্প্রতি ‘সাইমীরা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, মঞ্চে নাচ করছ‌েন এক তরুণী। তাঁর পরনে রয়েছে লাল শাড়ি এবং পায়ে স্নিকার্স। নেপথ্যে বেজে চলেছে তামিল ভাষার একটি গান। সেই গানের তালে তাল মিলিয়ে হিপ হপ করছেন তিনি। মঞ্চে তিনি একাই ছিলেন না। ক্যামেরা পিছিয়ে যাওয়ায় দেখা গেল, মঞ্চে তাঁর সঙ্গে রয়েছেন আরও চার তরুণী। সকলেই রংমিলান্তি করে লাল শাড়ি এবং সাদা স্নিকার্স পরেছেন। সকলেই শাড়ি পরে হিপ হপ করছেন।

ঘটনাটি কোথাকার সে বিষয়ে কিছু জানা না গেলেও ভিডিয়োটি দেখে প্রশংসা করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক নেটব্যবহারকারী বলেন, ‘‘শাড়ি পরে যে আপনারা এত ভাল নাচ করছেন তা দেখে আমি মুগ্ধ।’’ এখনও পর্যন্ত আড়াই লক্ষের বেশি নেটাগরিক ভালবাসা এঁকে দিয়েছেন নাচের সেই ভিডিয়োয়।

Advertisement
আরও পড়ুন