Viral Video

বৈদ্যুতিন গাড়ির ব্যাটারির সাহায্যে চলছে কচুরি ভাজা! তরুণের কাণ্ডে হইচই, ভাইরাল ভিডিয়ো

সামনে চেয়ারের উপর রাখা বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি। সেই ব্যাটারির উপর কড়াই বসিয়েছেন তরুণ। টগবগ করে তেল ফুটছে কড়াইয়ে। সেই তেলেই কচুরি ভাজছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৫:২৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন তরুণ। হঠাৎ কচুরি খেতে মন চেয়েছে তাঁর। কিন্তু রাস্তাঘাটে দোকান নেই। অগত্যা গাড়ির ব্যাটারি বার করে সেখানেই কচুরি ভাজতে শুরু করলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ঘোরাফেরা করছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ফয়জ়ান!’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, বৈদ্যুতিন গাড়ির সামনে এক তরুণ কচুরি ভাজছে। সামনে চেয়ারের উপর রাখা বৈদ্যুতিন গাড়ির ব্যাটারি। সেই ব্যাটারির উপর কড়াই বসিয়েছেন তরুণ। টগবগ করে তেল ফুটছে কড়াইয়ে। সেই তেলেই কচুরি ভাজছেন তিনি। তরুণের নামপরিচয় কিছু জানা যায়নি। তবে এই ঘটনাটি রাজস্থানে ঘটেছে সে বিষয়ে জানা গিয়েছে। তরুণ তাঁর সঙ্গে কচুরি তৈরির সামগ্রী বহন করছিলেন। গাড়ির ব্যাটারি হাতের কাছে পেয়ে সেখানেই কচুরি ভেজে ফেলেন তিনি।

ভিডিয়োটি দেখার পর হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘বৈদ্যুতিন গাড়ি কিনলে তার সঙ্গে যে কচুরি ভাজার সুবিধাও পাওয়া যাবে তা এই ভিডিয়োটি দেখার পর বুঝলাম।’’ আবার এক নেটাগরিক তরুণের জন্য আশঙ্কা প্রকাশও করেছেন। তাঁর মন্তব্য, ‘‘এই বিপজ্জনক কাজ করে ঝুঁকি নেওয়া ঠিক হয়নি। তরুণের তো কোনও বিপদও হতে পারত।’’

Advertisement
আরও পড়ুন