Pushpa 2 News

টক্কর দেবেন সামান্থাকে! শ্রদ্ধা নন, ‘পুষ্পা ২’-এ অল্লুর সঙ্গে ‘আইটেম সং’-এ জুটি বাঁধছে নতুন মুখ

অল্লুর ছবির গানের নায়িকা হিসাবে এখন কানাঘুষোয় শোনা যাচ্ছে নতুন একটি নাম। পরিচিত মুখ হলেও বলিউডের কোনও নায়িকা নন তিনি। তবে একাংশের দাবি, সামান্থার সঙ্গে নাকি তাঁর মুখের গড়নের হুবহু মিল রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১০:৩০
০১ ১৪
Samantha Prabhu and Allu Arjun

ছবির মূল অভিনেত্রী ছিলেন রশ্মিকা মন্দানা। কিন্তু একটি গানের দৃশ্যে অভিনয় করেই দর্শককে মাত করে দিয়েছিলেন দক্ষিণের নায়িকা সামান্থা রুথ প্রভু। ‘পুষ্পা’ ছবির প্রসঙ্গে উঠলেই অল্লু অর্জুনের সঙ্গে সামান্থার যুগলবন্দির কথা কেউ ফেরাতে পারেন না। কিন্তু ‘পুষ্পা ২’ ছবিতে এ বার দেখা যাবে আদ্যোপান্ত নয়া মুখ। বলিপাড়ার কোনও নায়িকাও নন তিনি।

০২ ১৪
Samantha Prabhu

‘পুষ্পা’ ছবির গান মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে লোকমুখে ‘ও আন্তাভা’ গানটি ছড়িয়ে পড়ে। ছবির নায়ক অল্লু অর্জুনের সঙ্গে তাল মিলিয়ে সামান্থার নাচও নজর কাড়ে দর্শকের। তবে কানাঘুষোয় শোনা যাচ্ছিল, ‘পুষ্পা ২’-এর আইটেম সং-এ নাকি দেখা যাবে নতুন মুখ। সত্যিও হল তাই।

০৩ ১৪
Tripti Dimri

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই গুঞ্জন শোনা যাচ্ছিল, বলি অভিনেত্রী তৃপ্তি দিমরি নাকি ‘পুষ্পা ২’ ছবিতে আইটেম সং-এ অভিনয় করবেন। কিন্তু এ যে রটনা তা-ও পরে শোনা যায়।

Advertisement
০৪ ১৪
Janhvi Kapoor

কানাঘুষো শোনা যেতে থাকে, বলি নায়িকা জাহ্নবী কপূর নাকি ‘পুষ্পা ২’ ছবির একটি গানে অল্লুর সঙ্গে অভিনয় করবেন। ‘দেভারা’ নামের তেলুগু ছবিতে দক্ষিণের জনপ্রিয় তারকা এনটি রামারাও জুনিয়রের সঙ্গে জাহ্নবীর অভিনয় করার পর থেকে সেই জল্পনা আরও জোরালো হয়। তবে তা-ও গুজব বলে শোনা যায়।

০৫ ১৪
Shraddha Kapoor

অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নৃত্যশিল্পী হিসাবেও বলিপাড়ায় পরিচিতি রয়েছে শ্রদ্ধা কপূরের। বলিউডের জনশ্রুতি, ‘পুষ্পা ২’ ছবিতে আইটম সং-এ অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু পারিশ্রমিক নিয়ে মতের অমিল হওয়ায় নায়িকা নিজেই নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আবার সেই প্রস্তাব গিয়েছে সামান্থার কাছেই। তবে সামান্থার সঙ্গে নাকি দেখা যাবে আরও এক নায়িকাকেও।

Advertisement
০৬ ১৪
Allu Arjun

অল্লুর ছবির গানের নায়িকা হিসাবে এখন কানাঘুষোয় শোনা যাচ্ছে নতুন একটি নাম। পরিচিত মুখ হলেও বলিউডের কোনও নায়িকা নন তিনি। তবে একাংশের দাবি, সামান্থার সঙ্গে নাকি তাঁর মুখের গড়নের হুবহু মিল রয়েছে।

০৭ ১৪
Sree leela

দক্ষিণী ফিল্মজগতের এক ঘনিষ্ঠ সূত্রের খবর, শ্রীলীলা নামে এক দক্ষিণী অভিনেত্রী নাকি ‘পুষ্পা ২’ ছবিতে অল্লুর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। নাচের দৃশ্য ছাড়া শ্রীলীলাকে অন্য কোনও দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে না বলে সূত্রের দাবি।

Advertisement
০৮ ১৪
Sree Leela

২০০১ সালের ১৪ জুন আমেরিকার মিশিগানে জন্ম শ্রীলীলার। বিদেশে জন্ম হলেও পরে তিনি বেঙ্গালুরুতে চলে আসেন। সেখানেই স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন তিনি।

০৯ ১৪
Sree Leela

শ্রীলীলার বাবা পেশায় ব্যবসায়ী এবং তাঁর মা এক জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। বাবা-মায়ের বিচ্ছেদের পর জন্ম হয় শ্রীলীলার। স্কুলের পড়াশোনা শেষ করার পর ডাক্তারি নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি।

১০ ১৪
Sree Leela

ছোট থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল শ্রীলীলার। ভরতনাট্যমে প্রশিক্ষণও নিয়েছেন তিনি। ২০১৭ সালে ‘চিত্রাঙ্গদা’ নামের একটি তেলুগু ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি।

১১ ১৪
Sree Leela

২০১৯ সাল থেকে পুরোদমে অভিনয় শুরু করেন শ্রীলীলা। তেলুগু ভাষার পাশাপাশি কন্নড় ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। শ্রীলীলার কেরিয়ারের ঝুলিতে রয়েছে ‘কিস’, ‘পেল্লি সান্দাদি’, ‘বাই টু লভ’, ‘ধামাকা’, ‘আদিকেশব’-এর মতো একাধিক দক্ষিণী ছবি।

১২ ১৪
Sree Leela

অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসাবেও জনপ্রিয়তা রয়েছে শ্রীলীলার। চলতি বছরে মহেশ বাবুর সঙ্গে ‘গুন্টুর কারাম’ নামে তেলুগু ছবিতে অভিনয় দেখা যাবে শ্রীলীলার। তা ছাড়াও বলিউডের কয়েকটি ছবিতেও নাকি কাজ করার কথা তাঁর।

১৩ ১৪
Sree Leela

সমাজমাধ্যমেও বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন শ্রীলীলা। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ৬২ লক্ষের গণ্ডি পার করে গিয়েছে।

১৪ ১৪
Samantha Prabhu, Shraddha Kapoor and allu Arjun

এখনও পর্যন্ত চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ‘পুষ্পা ২’-এর। কানাঘুষো শোনা যাচ্ছে, নভেম্বর মাস থেকেই নাকি আইটেম সং-এর শুটিং শুরু হতে পারে। শ্রদ্ধার পরিবর্তে অল্লুর সঙ্গে সামান্থা এবং শ্রীলীলার পারফর্ম্যান্স দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি