Snake

খেলনা ভেবে জ্যান্ত সাপকে কামড়ে দিল শিশু! একরত্তিকে নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা-মা

একরত্তি তার হাতে যে বস্তুটি ধরে রয়েছে, তা কোনও খেলনা নয়। শিশুটির হাতে রয়েছে একটি সাপ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৪ ১৫:৪৫
Toddler holds snake in Bihar, parents rushed to hospital

ছবি: এক্স থেকে নেওয়া।

সকালবেলা ছাদের উপর বসে খেলা করছিল একরত্তি। হঠাৎ ছাদের উপর কালো দড়ির মতো কিছু একটা এঁকেবেঁকে চলতে দেখল সে। খেলনা ভেবে সেটি ধরে কামড় বসিয়ে দেয় শিশুটি। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নিকটবর্তী হাসপাতালে ছুটে যান শিশুটির বাবা-মা। কারণ একরত্তি তার হাতে যে বস্তুটি ধরে রয়েছে, তা কোনও খেলনা নয়। শিশুটির হাতে রয়েছে একটি জ্যান্ত সাপ। সাপটিকেই খেলনা মনে করে কামড়ে দিয়েছিল সে।

Advertisement

ঘটনাটি বিহারের গয়া জেলায় জামুহার গ্রামে ঘটেছে। সাপের গায়ে কামড় বসিয়েছে বলে শিশুটিকে নিয়ে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান তার বাবা-মা। সেখানকার চিকিৎসকেরা শিশুটির স্বাস্থ্যপরীক্ষা করে জানান যে, শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। সে যে সাপটিকে কামড় দিয়েছিল সেটি বিষধর ছিল না। তাই শিশুটির কোনও রকম ক্ষতি হয়নি।

Advertisement
আরও পড়ুন