viral video of bungee jump

হুইলচেয়ারে বসে ১১৭ ফুট উঁচু থেকে শূন্যে লাফ! তার পর...

সম্প্রতি উত্তরাখণ্ডের ঋষিকেশে ভারতের সর্বোচ্চ স্থান থেকে হুইলচেয়ারে বসে বাঞ্জি জাম্পের গৌরব অর্জন করলেন ওই যুবক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৭
The wheelchair-bound man completed India\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s highest bungee jump in Rishikesh

ছবি: সংগৃহীত।

ভারতের সবচেয়ে উঁচু জায়গা থেকে বাঞ্জি জাম্পিং এর স্বাদ নিলেন শারিরীক প্রতিবন্ধী এক যুবক। হুইলচেয়ারে বসা অবস্থাতেই এই অ্যাডভেঞ্চারের নেশায় মাতলেন তিনি। সম্প্রতি উত্তরাখণ্ডের ঋষিকেশে ভারতের সর্বোচ্চ স্থান থেকে বাঞ্জি জাম্পের গৌরব অর্জন করলেন ওই যুবক। সেই রোমাঞ্চকর ঘটনার ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও। ইনস্টাগ্রাম থেকে ‘হিমালয়ানবাঞ্জি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সেই অদ্ভুত ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে যা দেখে বিস্মিত হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। সাধারণত শারীরিকভাবে সুস্থ ও সক্ষম ব্যক্তিরাই এই ধরনের ঝুঁকিপূর্ণ খেলায় অংশ নিয়ে থাকেন।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে শক্তপোক্ত দড়ি দিয়ে হুইলচেয়ারের সঙ্গে যুবকের শরীরকে বেঁধে দেওয়ার পর তাঁকে ক্রেন থেকে ঠেলে দিতেই তিনি শূন্যে প়ড়ে যান। পড়ে যাওয়ার পরও সেই যুবকের অভিব্যক্তি শান্তই ছিল। বার কয়েক দড়ি সমেত উপর নীচ করার পর তিনি উচ্ছাস প্রকাশ করতে শুরু করেন। ভিডিয়োটি পোস্ট করা সময়ে লেখা হয় ‘‘এক জন হুইলচেয়ার-বন্দি যোদ্ধা ভারতের সর্বোচ্চ বাঞ্জি জাম্প জয় করে নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন।’’ ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া দিয়েছেন ২ লক্ষেরও বেশি লাইক জমা প়ড়েছে ভিডিয়োয়। ৬০ লক্ষবার দেখা হয়েছে ভিডিয়োটি।

অ্যাডভেঞ্চারপ্রেমীদের মধ্যে এই খেলাটি অত্যন্ত জনপ্রিয়। উঁচু কোনও প্লাটফর্ম বা ব্রিজ অথবা পাহাড়ের চূড়া থেকে নীচের দিকে লাফিয়ে পড়ার খেলাই হল বাঞ্জি জাম্প। পায়ে একটা মারাত্মক শক্ত দড়ি বেঁধে দেওয়া হয়, থাকে লাইভসেভিং জ্যাকেটও। তারপরই দিতে হয় ঝাঁপ। গোয়া, হৃষিকেশ, দিল্লি, বেঙ্গালুরু- এই চারটি জায়গায় রয়েছে বাঞ্জি জাম্পিংয়ের সুযোগ।

Advertisement
আরও পড়ুন