ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
ক্লাসের কয়েক জন পড়ুয়ার মধ্যে সাংঘাতিক লড়াই শুরু হয়েছে। কোনও ভাবেই তাদের থামানো যাচ্ছে না। বিদ্যালয়ের শিক্ষিকার কাছে সেই খবরই পৌঁছে দিতে গিয়েছিল ওই ক্লাসের অন্য এক পড়ুয়া। খবর পেয়ে হন্তদন্ত হয়ে ক্লাসে ছুটে যান শিক্ষিকা। ক্লাসরুমের ভিতর ঢুকে চমকে যান তিনি। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ঘটনাটি মহারাষ্ট্রের এক বিদ্যালয়ে ঘটেছে। সেই বিদ্যালয়ের দশম শ্রেণির পড়ুয়ারা মারপিট করতে শুরু করেছে খবর পেয়ে ক্লাসরুমের ভিতর শাড়ির কুঁচি ধরে ছুটে যান শিক্ষিকা। ক্লাসরুমে ঢুকে চমকে যান তিনি। শিক্ষিকা ঘরে ঢুকতেই পার্টি পপার্স ফাটিয়ে কাগজবৃষ্টি শুরু হয়। তার পর শিক্ষিকার হাতে ধরিয়ে দেওয়া হয় ফুলের তোড়া। পরিস্থিতি বুঝে ধীরে ধীরে শান্ত হন তিনি। আসলে, শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষিকাকে চমক দিতে চেয়েছিলেন দশম শ্রেণির পড়ুয়ারা। তাই অসত্য বলে শিক্ষিকাকে ক্লাসরুমে নিয়ে এসেছিল তারা। এই ভিডিয়োটি দেখে নেটব্যবহারকারীদের অধিকাংশ পড়ুয়াদের প্রশংসা করেছেন।