Viral Video

বাইক চালানোর সময় ‘অন্য দিকে’ নজর! সোজা ব্যারিকেডে ধাক্কা তরুণের, প্রকাশ্যে ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলেছে বাইক। বাইকে সওয়ার দুই তরুণ। চলেছেন গন্তব্যের দিকে। হঠাৎই বাইকচালক তরুণের নজর যায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক তরুণীর দিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৮
Video of biker colliding with barricade while staring girl

ছবি: এক্স থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তায় বাইক চালাতে চালাতে নজর পাশ দিয়ে হেঁটে যাওয়া তরুণীর দিকে। ফল ভুগতে হল বাইকআরোহী দুই তরুণকে। বাইক নিয়ে সোজা ব্যারিকেডে মারলেন। চালক নিজে তো পড়লেনই, ফেলে দিলেন বাইকের পিছনে বসা বন্ধুকেও। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তা দিয়ে ছুটে চলেছে বাইক। বাইকে সওয়ার দুই তরুণ। চলেছেন গন্তব্যের দিকে। হঠাৎই বাইকচালক তরুণের নজর যায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক তরুণীর দিকে। সামনের দিকে না তাকিয়ে তরুণীর দিকেই হাঁ করে তাকিয়ে থাকেন। আর এরই ফল তাঁকে ভুগতে হল হাতেনাতে। বাইক নিয়ে সোজা ধাক্কা মারলেন রাস্তায় দাঁড় করানো একটি পুলিশ ব্যারিকেডে। বন্ধুকে নিয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যান তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

এক্স হ্যান্ডলে ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়ো দেখে অনেকে অনেক মজার মজার মন্তব্যও করেছেন। মজার ছলে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভুল দিকে চোখ গেলে এমনটাই হবে।’’ এক জন আবার লিখেছেন, ‘‘বাইক চালানোর সময় অন্য দিকে নজর দেওয়ার ফল।’’

Advertisement
আরও পড়ুন