Bizarre News

২৩টি ভুল করে ৫০ মিনিটে ৩৬৮ বার পুশ-আপ! কোচের কঠিন শাস্তি পেয়ে হাসপাতালে স্কুলপড়ুয়া

এক জন পড়ুয়া পর পর ২৩ বার ভুল করে ফেলেন বলে কোচের দাবি। তাই সেই পড়ুয়াকে ৫০ মিনিটের মধ্যে মোট ৩৬৮ বার পুশ-আপ করার শাস্তি দেন কোচ। পুশ-আপ করার মাঝে কোনও বিরতি নেওয়া যাবে না বলেও নির্দেশ দেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৪:৩৩

—প্রতীকী ছবি।

ফুটবলের প্রশিক্ষণ নিতে গিয়ে কোনও ভুল হলেই জুটত কড়া শাস্তি। বন্ধুর সঙ্গে কথা বলা যাবে না, ক্লাসে দেরি করে ঢোকা যাবে না। নিয়ম ভাঙলেই শাস্তি দেন স্কুলের ফুটবল কোচ। অভিযোগ, একটি ভুল করলে ছাত্রদের এক নিঃশ্বাসে ১৬ বার পুশ-আপ করতে বলতেন তিনি। এক জন পড়ুয়া পর পর ২৩ বার ভুল করে ফেলে বলে কোচের দাবি। তাই সেই পড়ুয়াকে ৫০ মিনিটের মধ্যে মোট ৩৬৮ বার পুশ-আপ করার শাস্তি দেন কোচ।

Advertisement

পুশ-আপ করার মাঝে কোনও বিরতি নেওয়া যাবে না বলেও নির্দেশ দেন তিনি। কোচের কাছ থেকে এ রকম কঠিন শাস্তি পেয়ে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এমন শাস্তি পেয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে সেই স্কুলের আরও ২৬ জন পড়ুয়াকে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি আমেরিকার টেক্সাসের একটি স্কুলে ঘটেছে। ফুটবল কোচের নাম জন হ্যারেল। প্রশিক্ষণ নেওয়ার সময় কোনও ভাবেই ফাঁকি মারা যাবে না, এমনই কড়া নির্দেশ দিয়েছিলেন জন। অভিযোগ, সামান্য বিষয়েও ছাত্রদের কড়া শাস্তি দিতেন তিনি।

এক বার নিয়ম ভাঙলে তার শাস্তি হিসাবে ছাত্রদের ১৬ বার পুশ-আপ করতে হত। এক ছাত্র তাঁর ক্লাসে পর পর ২৩ বার নিয়ম ভাঙার ফলে তাকে ৫০ মিনিটে কোনও বিরতি ছাড়া ৩৬৮ বার পুশ-আপ করার শাস্তি দিয়েছিলেন জন। পুশ-আপ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সেই ছাত্র। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। স্বাস্থ্যপরীক্ষা করে দেখা যায়, ওই ছাত্রের পেশি ছিঁড়ে গিয়েছে। সে একা নয়, ওই স্কুলের আরও ২৬ জন পড়ুয়া জনের বিরুদ্ধে অভিযোগ করেছে। আদালত পর্যন্ত এই মামলা গড়ালেও জন এখনও পর্যন্ত কোনও শাস্তি পাননি। জানা গিয়েছে, আদালতের বাইরে কয়েকটি মামলার মধ্যস্থতা হয়ে গিয়েছে। কিছু মামলা এখনও চলছে আদালতে।

Advertisement
আরও পড়ুন