ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাড়ির ছেলের বিয়ে বলে কথা, আনন্দে না মাতলে হয়! ভাইপোর বিয়ের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে নেচে মাত করলেন ‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলি। তাঁর নাচের ভঙ্গিমা যে কোনও তাবড় নায়ককে তাক লাগিয়ে দেবে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘পিঙ্কভিলাসাউথ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, অনুষ্ঠানের মঞ্চে স্ত্রী রামা রাজমৌলির সঙ্গে নাচ করছেন ‘বাহুবলী’র পরিচালক। তাঁর নাচের তাল দেখলে চমকে যেতে হয়।
কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, ভাইপোর বিয়ে উপলক্ষে প্রাক্-বিবাহ অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে মঞ্চে নাচ করতে দেখা গিয়েছে পরিচালককে। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আম্মা নান্না ও তামিলা আম্মায়ি’ নামের তেলুগু ছবির ‘লাঞ্চকোস্তাভা’ গানের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে দম্পতিকে। রাজামৌলির নাচ দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘আপনি এর পর নিজের পরিচালিত ছবিতে নাচও করুন। কোনও নায়কের প্রয়োজন নেই। আপনি একাই কাঁপিয়ে দেবেন।’’ আবার এক জন বলেছেন, ‘‘ভাইপোর বিয়ে বলে কথা। প্রাণ খুলে নাচছেন তিনি।’’