Firearms Seized

কলকাতায় আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ ধরা পড়লেন বিহারের যুবক, তদন্তে পুলিশ

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম আফগান খান। ২০ বছরের ওই তরুণ বিহারের গয়া জেলার মগরা থানার চোনহা গ্রামের বাসিন্দা। শনিবার রাত ১টা ৩৫ মিনিট নাগাদ পশ্চিম চৌবাগা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৬:৪৬
(বাঁ দিকে) ধৃত যুবক। বাজেয়াপ্ত করা আগ্নেয়াস্ত্র (ডান দিকে)।

(বাঁ দিকে) ধৃত যুবক। বাজেয়াপ্ত করা আগ্নেয়াস্ত্র (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ-সহ ধরা পড়লেন বিহারের যুবক। শনিবার গভীর রাতে আনন্দপুর থানার অন্তর্গত পশ্চিম চৌবাগা এলাকায় ঘটনাটি ঘটেছে। জিজ্ঞাসাবাদের পর যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম আফগান খান। ২০ বছরের ওই তরুণ বিহারের গয়া জেলার মগরা থানার চোনহা গ্রামের বাসিন্দা। শনিবার রাত ১টা ৩৫ মিনিট নাগাদ পশ্চিম চৌবাগা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে একটি ৭ এমএম দেশি পিস্তল, ম্যাগাজ়িন এবং পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন ওই যুবককে প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কোথা থেকে তিনি আগ্নেয়াস্ত্রটি পেয়েছেন, আগ্নেয়াস্ত্রটি আসলে কার, এ সব জানতে জেরা করা হয় ধৃতকে। তবে ধৃতের বয়ানে অসঙ্গতি ছিল। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়।

ঘটনার পরেই আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অস্ত্র আইনের ২৫(১)(এ) এবং ২৯ ধারার অধীনে রুজু হয়েছে মামলাও। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। কোথা থেকে ওই যুবক আগ্নেয়াস্ত্র পেলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন