wedding invitation

খাবারের দাম থেকে উপহারের ফিরিস্তি! অভিনব বিয়ের কার্ড দেখে হাসির রোল সমাজমাধ্যমে

ভারতীয় বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে ছোট ছোট ঘটনাগুলি ঘটে তা মজার মোড়কে উপস্থিত করা হয়েছে বিয়ের আমন্ত্রণপত্রটিতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৬
A viral and hilarious wedding card offering a unique and humorous perspective on tradition

—প্রতীকী ছবি।

বদলাচ্ছে বিয়ের ধরন। তার সঙ্গে তাল মিলিয়ে বদলাচ্ছে বিয়ের নানা অনুষঙ্গ। বিয়ের আমন্ত্রণপত্রের ধাঁচ পাল্টাচ্ছে তাল মিলিয়ে। কার্ডে নতুন নতুন নকশা থেকে ডিজিটাল কার্ড, সবেতেই যেন অন্য রকম কিছু করে দেখানোর তাগিদ। সেই রকমই একটি বিয়ের কার্ডের নমুনা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে যা দেখে হেসে কুটিপাটি নেটাগরিকেরা। ভারতীয় বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে ছোট ছোট ঘটনা ঘটে তা মজার আঙ্গিকে উপস্থিত করা হয়েছে বিয়ের আমন্ত্রণপত্রটিতে। অতিথিদের তিন ভাগে আপ্যায়নের নিয়মাবলি সম্পর্কে ওয়াকিবহাল করা হয়েছে। সবটাই প্রচণ্ড মজা ও হাস্যরসের মোড়কে উপস্থিত করা হয়েছে। এই বিয়ের কার্ডের ছবি সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রে উঠে এসেছে। অনেকেই এই অভিনব নিমন্ত্রণের উদাহরণ দেখে মজা পেয়েছেন।

Advertisement

কার্ডে প্রথমে পাত্রীর যে পরিচয় দেওয়া হয়েছে তাতে লেখা রয়েছে ‘শর্মাজি কি বেটি’, পাশে লেখা পড়াশোনায় তুখোড়। পাত্রের বংশপরিচয় জানাতে গিয়ে লেখা রয়েছে ‘গোপালজি কা বেটা’, যাঁর শিক্ষাগত যোগ্যতা বিটেক। তা সত্ত্বেও তিনি একটি দোকান সামলান। ‘ডাঃ অজিয়েতা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট হয়েছে এই ভাইরাল নিমন্ত্রণপত্রটি। একটি বিয়েকে কেন্দ্র করে প্রতিটি পরিবারে যা যা ঘটনা ঘটে তার খোলাখুলি বর্ণনা দেওয়া হয়েছে কার্ডে। অতিথিদের আসার সময় ও খাবারের দাম সংক্রান্ত মজার মন্তব্যগুলি সমাজমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এক প্লেট খাবারের দাম দু’হাজার টাকা। বিয়ের মঞ্চে শিশু অতিথিদের নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে ‘পিসেমশাইকে’ অভ্যর্থনা জানানোর জন্য অনুরোধ, সবেতেই ছিল কৌতুকের ছোঁয়া। সবচেয়ে বেশি যা নজর কেড়েছে তা হল বিয়েতে উপহারের অনুরোধ। অনেক বিয়েতেই উপহার না-আনার অনুরোধ করা হয়ে থাকে। এই বিয়েতে শুধুমাত্র নগদ ও ডিজিটাল পেমেন্টের অনুরোধ করা হয়েছে। অন্য কোনও উপহার নৈব নৈব চ।

Advertisement
আরও পড়ুন