Celebrity Life

কর্ণের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র, প্রতিমের ‘চালচিত্র’ জুড়ে টোটা, তবু কেন ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এ ক্যামিয়ো?

প্রতিম ডি গুপ্তের ‘চালচিত্র’ ছবিতে এসপি ‘কনিষ্ক চট্টোপাধ্যায়’-রূপী টোটা ছবিজুড়ে। বিক্রম মোতওয়ানে বলেই কি ক্যামিয়ো ‘এসপি মুখোপাধ্যায়’ চরিত্রে রাজি?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৬:৪৬
বিক্রম মোতওয়ানের সঙ্গে টোটা রায়চৌধুরী।

বিক্রম মোতওয়ানের সঙ্গে টোটা রায়চৌধুরী। ছবি: ফেসবুক।

টোটা রায়চৌধুরীর বলিউড-যোগ নতুন নয়। কর্ণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে অভিনয়ের পর থেকে তো নয়ই। ২০২৩-এ মুক্তি পাওয়া এই ছবি যেন নতুন করে চিনিয়েছে অভিনেতাকে। ফলাফল, পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের নজরে তিনি। ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ সিরিজ়ে উচ্চপদস্থ পুলিশকর্তার চরিত্রে। যদিও তাঁকে প্রথম ডাক পাঠিয়েছিলেন অভিনেতা নির্বাচক মুকেশ ছাবড়া।

Advertisement

তার পর কী হল? বাকিটা টোটার বয়ানে, “মুকেশ বলল, ‘ভাই, বিক্রমাদিত্য মোতওয়ানে তোমার সঙ্গে দেখা করতে চান, কবে আসছ?’ কলকাতায় ‘যাহা বলিব, সত্য বলিব’র শুটিং শেষ করেই পশ্চিমে পাড়ি দিলাম। এবং জুহু-র কফিশপে মুখোমুখি হলাম ‘উড়ান’, ‘লুটেরা’, ‘জুবিলি’র পরিচালকের।” অভিনেতার দাবি, কোনও ভণিতা দিয়ে কথা শুরু করেননি বলিউডের পরিচালক। সরাসরি জানিয়েছিলেন, কর্ণ অর্জুনের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দেখার পর থেকে তিনি টোটাকে কিছুতেই ভুলতে পারছেন না!

এর পরেই তিনি প্রস্তাব দেন, তাঁর আগামী সিরিজ়ে ‘এসপি মুখোপাধ্যায়’-এর চরিত্রে টোটা অভিনয় করবেন? পটভূমিকায় তিহাড় জেল।

কফিশপে বসেই চিত্রনাট্য আর চরিত্রের বর্ণনা। অভিনেতা বাকরুদ্ধ। কর্ণ তাঁকে যতটা প্যাঁচে ফেলেছিলেন বিক্রম যেন তার থেকেও এক ধাপ এগিয়ে! ‘চন্দন চট্টোপাধ্যায়’ আর ‘এসপি মুখোপাধ্যায়’-এর মধ্যে যে আকাশ-পাতাল ফারাক। অভিনেতা জানিয়েছেন, এই বৈপরীত্যই তাঁকে আকর্ষণ করেছে। পরিচালক শুরু থেকেই জানিয়েছিলেন, স্বল্প সময়ের চরিত্র। কিন্তু নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন তিনি। অভিনেতা বিশ্বাস করেছিলেন সে কথা। ছোট চরিত্র বলে অভিনয়ে একটুও ফাঁক রাখেননি। তাঁর দাবি, “পরিচালকের কথা মিলেছে। ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে সিরিজ়। আমার অভিনীত চরিত্র ‘এসপি মুখোপাধ্যায়’-এর জন্য সর্বত্র এত শুভেচ্ছা পাচ্ছি যে এর আগে কোনও ক্যামিয়ো করে এতটা প্রাপ্তি হয়নি।”

Advertisement
আরও পড়ুন