viral video of snake

ট্রেনের কামরায় পর্দার আড়ালে লুকিয়ে বিশাল সাপ! খালি হাতে কব্জা করলেন যাত্রীই

এক্স সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যাতে দেখা গিয়েছে যাত্রীরা নিজেরাই সাপটিকে বার করে আনছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ১০:২৬
Snake found in Train slithering around the curtains

ছবি: এক্স থেকে নেওয়া।

এ বার ট্রেনের কামরায় দেখা মিলল সাপের। ভাস্কো-দ্য-গামা এক্সপ্রেসের এসি টু টায়ার কামরায় বার্থের ফাঁক থেকে উদ্ধার করা হল লম্বা সাপটিকে। সম্প্রতি এক্স সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যাতে দেখা গিয়েছে যাত্রীরা নিজেরাই সাপটিকে বার করে আনছেন। অঙ্কিত কুমার সিনহা নামের এক যাত্রী নিজের এক্স হ্যান্ডল থেকে সেই ভিডিয়ো পোস্ট করেন। যা দেখে আতঙ্ক ছড়িয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় দেখা গিয়েছে, সাপটি নীচের বার্থের পর্দার আশপাশে ঘুরে বেড়াচ্ছে। পরে সেটিকে খালি হাতে কব্জা করে ফেলেন এক যাত্রীই । সাদা চাদরে মুড়ে সাপটিকে ওই যাত্রীকে সাপটিকে কামরা বাইরে আনতে দেখা গিয়েছে ভিডিয়োয়। সঙ্গে দেখা গিয়েছে এক রেলকর্মীকেও। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমে জানা গিয়েছে, সোমবার ঝাড়খণ্ড থেকে গোয়া যাতায়াতকারী ভাস্কো-দা-গামা সাপ্তাহিক এক্সপ্রেসের একটি এসি ২-টায়ার কোচে একটি জীবন্ত সাপ ধরা পড়েছে। যশিডি থেকে ট্রেনটি গোয়ার উদ্দেশে যাচ্ছিল। ২১ অক্টোবর সাপটি পাওয়া যায় ট্রেনের মধ্যে। অঙ্কিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘পরিস্থিতির গুরুত্ব দেখে, আপনার অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’ তাঁর বাবা-মা এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন। তাই তাঁদের হয়ে রেল মন্ত্রকের কাছে অভিযোগ জানান তিনি। তবে শেষ পর্যন্ত সাপটির কী গতি হল তা জানা যায়নি ভিডিয়োয়। তবে বাকি যাত্রীরা সাপটিকে বাইরে ফেলে দেওয়ার জন্য বলছিলেন।

আরও পড়ুন
Advertisement