Viral Video

শিঙে শিঙে হাড্ডাহাড্ডি লড়াই! গন্ডারের সঙ্গে সমান তালে পাল্লা দিল মহিষ, রইল ভিডিয়ো

নিজে থেকেই গন্ডারের সঙ্গে যুদ্ধে নেমেছে মহিষ। সেই লড়াইয়ে কোনও ভাবেই হার মানতে রাজি নয় মহিষটি। শিং দিয়ে গুঁতো মেরেই যাচ্ছে গন্ডারটিকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১০:৩২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

খোলা আকাশের নীচে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে একটি গন্ডার এবং একটি মহিষ। গন্ডারকে দেখে মাথা নীচু করে তার দিকে এগিয়ে গেল মহিষটি। দুই শিং দিয়ে তার সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে লড়াই করে যাচ্ছিল মহিষটি। মহিষ এবং গন্ডারের ধুন্ধুমার লড়াইয়ের ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ব্রুটাল নেচার’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় গন্ডারের সঙ্গে মহিষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের দৃশ্যে ভেসে উঠেছে। যদিও ঘটনাটি কোথাকার সে বিষয়ে কিছু জানা যায়নি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, নিজে থেকেই গন্ডারের সঙ্গে যুদ্ধে নেমেছে মহিষ। সেই লড়াইয়ে কোনও ভাবেই হার মানতে রাজি নয় মহিষটি।

শিং দিয়ে গুঁতো মেরেই যাচ্ছে গন্ডারটিকে। গন্ডার তার একটি শৃঙ্গ দিয়েই সেই আক্রমণ আটকানোর চেষ্টা করে যাচ্ছে। বার বার মহিষের পেটে শিং দিয়ে গুঁতো মারছে গন্ডার। জোর এক গুঁতো দিয়ে মহিষটিকে মাটিতে আছড়েও ফেলল সে। কিন্তু মহিষ তো হার মানার পাত্রই নয়। আবার উঠে লড়াই করতে শুরু করল মহিষটি।

ভিডিয়োটি দেখে এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘মহিষের শিঙে তো দারুণ জোর রয়েছে। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘এক শিং বনাম দুই শিং। দুই শিংওলার লড়াই দেখে চমকে উঠলাম।’’

Advertisement
আরও পড়ুন