Viral Video

ছাত্রীদের নাচ দেখে দৌড়ে গেলেন শিক্ষিকা, শাড়ি পরে ‘পিলিংস’ দেখিয়ে দিলেন চমক, ভাইরাল ভিডিয়ো

একদল তরুণীর মাঝে সবুজ শাড়ি পরে রয়েছেন অন্য এক তরুণী। মাঝে দাঁড়িয়ে নাচ করে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। ঘটনাটি কোচি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছাত্রীরাও রয়েছেন হালকা মেজাজে। সাউন্ড বক্সে গান চালিয়ে নাচও করছেন তাঁরা। হঠাৎ ছাত্রীদের নাচতে দেখে সেখানে দৌড়ে গেলেন তাঁদের শিক্ষিকা। সকলকে চমকে দিয়ে শাড়ি পরে নাচতে শুরু করলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ওত্তা_মাইএনডি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একদল তরুণীর মাঝে সবুজ শাড়ি পরে রয়েছেন অন্য এক তরুণী। মাঝে দাঁড়িয়ে নাচ করে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। ঘটনাটি কোচি বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। জানা গিয়েছে, শাড়ি পরা তরুণী হলেন সেই বিশ্ববিদ্যালয়ের অণুজীববিদ্যা বিভাগের শিক্ষিকা।

চলতি মাসে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির ‘পিলিংস’ গানটি সাউন্ড বক্সে বাজিয়ে নাচ করছিলেন সেই বিভাগের ছাত্রীরা। গানটি শুনে তাল মিলিয়ে নাচতে শুরু করেছিলেন তাঁদের শিক্ষিকা। কিন্তু মন খুলে যেন নাচতে পারছিলেন না তিনি। শিক্ষিকার হাতে একটি ভারী ব্যাগ ছিল। নাচতে সুবিধা হবে বলে সেই ব্যাগটি রেখে ছাত্রীদের ভিড়ের দিকে দৌড়ে গেলেন তিনি। তার পর তুরীয় মেজাজে নাচা আরম্ভ করেন তিনি।

শিক্ষিকার নাচ দেখে অবাক হয়ে যান তাঁর ছাত্রীরাও। তাঁর সঙ্গে তাল মিলিয়ে নাচতে শুরু করেন ছাত্রীরা। ভিডিয়োটি দেখে এক জন মন্তব্য করেছেন, ‘‘ভিডিয়োটি দেখে খুব ভাল লাগছে। পড়ুয়াদের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক এমন সহজ হওয়াই উচিত।’’ আবার এক নেটাগরিক বলেছেন, ‘‘আমার কলেজজীবন এমন কাটলে কী যে ভাল লাগত!’’

Advertisement
আরও পড়ুন