Bengal Cricketer Suvojit Banerjee

৩৯ বছর বয়সে প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ, দু’বছর নেতৃত্ব দিয়েছেন ইস্টবেঙ্গলকে

বাংলার ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায় আচমকাই প্রয়াত হলেন শনিবার। নিজের বাড়িতেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা গিয়েছে। বয়স হয়েছিল ৩৯ বছর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:২৬
cricket

প্রয়াত ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

বাংলার ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায় আচমকাই প্রয়াত হলেন সোমবার। নিজের বাড়িতেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা গিয়েছে। বয়স হয়েছিল ৩৯ বছর। নিয়মিত খেলার মধ্যেই ছিলেন।

Advertisement

সোনারপুরের নোয়াপাড়ার বাসিন্দা শুভজিৎ ক্রিকেটমহলে পরিচিত ছিলেন ‘ঘোড়া’ নামে। সোমবার সকালে প্রাতরাশ সেরে আবার ঘুমোতে গিয়েছিলেন। বিকেলের দিকে তাঁর বাবা ডাকাডাকি করার পরেও ওঠেননি। তখন চিকিৎসককে ডাকা হয়। তাঁরা এসে শুভজিৎকে মৃত ঘোষণা করেন। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে শুভজিতের।

বাংলার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন শুভজিৎ। ২০১৪ সালে লক্ষ্মীরতন শুক্লের অধীনে বিজয় হজারে ট্রফিতে তাঁর অভিষেক হয়। সেই ম্যাচে বাংলা জিতেছিল ওড়িশাকে হারিয়ে। শুভজিৎ ৩৩ রান করেছিলেন। একই বছরের ডিসেম্বরে রঞ্জি ট্রফিতেও অভিষেক হয় শুভজিতের। ইউসুফ পাঠান, মুনাফ পটেলের মতো ক্রিকেটারদের নিয়ে গড়া বরোদার বিরুদ্ধে নেমেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করেন।

২০১৪ সালের ৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর, এই ৫৪ দিন বাংলার হয়ে ক্রিকেটজীবন স্থায়ী হয়েছিল শুভজিতের। এই সময়ের মধ্যে তিনি বাংলার হয়ে তিনটি রঞ্জি ম্যাচ এবং চারটি লিস্ট এ ম্যাচ খেলেছেন। তার মধ্যে মুম্বইয়ের বিরুদ্ধে একটি ম্যাচে বল করেছেন শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, অভিষেক নায়ারদের। কর্নাটক ম্যাচে তিনি খেলেছেন মায়াঙ্ক আগরওয়াল, শ্রেয়স গোপালদের বিরুদ্ধে।

ক্লাব ক্রিকেটে দু’বছর ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন। স্থানীয় ক্রিকেটে প্রণব নন্দীর ছাত্র ছিলেন। ক্লাব ক্রিকেটে প্রচুর রান করেছেন।

লক্ষ্মী এই মুহূর্তে বাংলা দল নিয়ে বিজয় হজারে ট্রফি খেলতে হায়দরাবাদে রয়েছেন। শুভজিতের মৃত্যুসংবাদ পেয়েছন। আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘ভাল ক্রিকেটার ছিল। না-হলে রঞ্জি খেলা সম্ভব নয়। টিমম্যান ছিল। এ ভাবে হঠাৎ চলে গেল। খুব খারাপ লাগছে।’’

Advertisement
আরও পড়ুন