Viral Video

রিল বানাতে রেললাইনে গাড়ি তুললেন মত্ত যুবক, ট্রেন আসতেই আটকে গেল চাকা! তার পর...

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার একটি এসইউভি নিয়ে রেল লাইনের উপর চড়িয়ে দেন ওই যুবক। রেললাইনের উপর দিয়েই গাড়ি চালাতে থাকেন মত্ত অবস্থায়। সঙ্গে রিলও বানাতে থাকেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ০৯:৩২
Police arrest Rajasthani drunk youth for driving car in rail line while making reel

ছবি: এক্স থেকে নেওয়া।

রেললাইনের উপর গাড়ি চালিয়ে রিল তৈরি করছিলেন মত্ত যুবক। নজরে পড়তেই গ্রেফতার করল পুলিশ। রাজস্থানের জয়পুরের ঘটনা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার একটি এসইউভি নিয়ে রেললাইনের উপর চড়িয়ে দেন ওই যুবক। রেললাইনের উপর দিয়েই গাড়ি চালাতে থাকেন মত্ত অবস্থায়। সঙ্গে রিলও বানাতে থাকেন। কিন্তু কিছু ক্ষণ পরে ওই একই লাইনে একটি মালগাড়ি চলে আসে। যুবক গাড়ি নিয়ে রেল লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করলেও গাড়িটি আটকে যায়। সৌভাগ্যক্রমে, ট্রেনের চালক সময় মতো ট্রেন থামাতে সক্ষম হন এবং কেউ আহত হননি। এর পরেই পুলিশ এবং স্থানীয়েরা ঘটনাস্থলে পৌঁছয়। তবে যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ধাওয়া করে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ‘সংগ্রাম সিংহ ৯৫’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ওই যুবকের কড়া শাস্তির দাবিতেও সরব হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্যও করেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন