Viral News

‘আমাদের সে ভাবে আলাপ নেই’! পুত্রের বিচ্ছেদ-জল্পনার মধ্যে ভাইরাল নিমরতকে পাঠানো অমিতাভের চিঠি

বলিপাড়ায় বিচ্ছেদের গুঞ্জন বহু দিন ধরেই। কানাঘুষো শোনা যাচ্ছে, দীর্ঘ দাম্পত্য জীবন ভাঙতে চলেছে বলিউডের শাহেনশাহ অমিতাভ-পুত্র অভিষেক বচ্চন এবং প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি দু’জনের কেউই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১০:১২

—ফাইল চিত্র ।

বলিপাড়ায় বিচ্ছেদের গুঞ্জন বহু দিন ধরেই। কানাঘুষো শোনা যাচ্ছে, দীর্ঘ দাম্পত্য জীবন ভাঙতে চলেছে বলিউডের শাহেনশাহ অমিতাভ-পুত্র অভিষেক বচ্চন এবং প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি দু’জনের কেউই। তবে বিচ্ছেদ- জল্পনার আগুনে ঘি ঢেলেছে আরও এক জল্পনা। ভাঙনের কারণ হিসাবে দায়ী করা হচ্ছে অভিষেকের ‘দসভি’ ছবির সহ-অভিনেত্রী নিমরত কউরকে। তবে এর পরেই নিমরতকে নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা ছড়িয়েছে। ঐশ্বর্যার সঙ্গে তুলনা টানা হচ্ছে তাঁর। মাস দুয়েক ধরেই এই জল্পনা চলছে। সেই আবহেই এ বার প্রকাশ্যে এল নিমরতকে পাঠানো স্বয়ং অমিতাভের একটি চিঠির ছবি। সেই চিঠিতে কী লিখেছেন বিগ বি?

Advertisement

আসলে অভিষেক-নিমরত অভিনীত ‘দসভি’ ছবি মুক্তির পর এই চিঠিটি অভিনেত্রীকে পাঠিয়েছিলেন অমিতাভ। ‘দসভি’ মুক্তির পরের দিনই অমিতাভের পাঠানো সেই চিঠির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন নিমরত। সেই পোস্টই আবার ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ইনস্টায় নিমরত যে চিঠির ছবি পোস্ট করেছিলেন তাতে লেখা ছিল, “আমাদের সে ভাবে আলাপ নেই। শেষ বার যশরাজ ফিল্মসের একটি অনুষ্ঠানে ক্যাডবেরির বিজ্ঞাপনের জন্য আপনার প্রশংসা করেছিলাম মনে আছে। কিন্তু দসভি ছবিতে আপনার কাজ ব্যতিক্রমী। আমার গভীর শ্রদ্ধা ও অভিনন্দন।”

সেই চিঠির ছবি ভাইরাল হতেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে নেটদুনিয়ায়। যদিও নেটাগরিকদের একাংশের মতে, এই পোস্ট নিয়ে জল্পনা করার মতো কিছু হয়নি। কারণ, এই পোস্টটি অনেক পুরনো এবং চিঠিটি অভিনেত্রীর কাজের প্রশংসা করে লেখা।

উল্লেখ্য, অভিষেক-নিমরতকে নিয়ে চর্চা শুরু হতেই এ-ও গুঞ্জন শোনা যাচ্ছিল, পুরো বিষয়টি নিয়ে নাকি বেশ বিরক্ত বচ্চন পরিবার। কেন নিমরত মুখ খুলছেন না, সেই নিয়েও নাকি অসন্তোষ ছিল বচ্চন পরিবারের সদস্যদের। তবে গত সপ্তাহেই নিমরত ঘোষণা করেন, তিনি ‘সিঙ্গল’ এবং কোনও সম্পর্কে তিনি নেই।

Advertisement
আরও পড়ুন