Viral Dance Video

‘পিয়া কে বাজার মে’ গানে একে অপরকে জড়িয়ে নাচ শাশুড়ি-বৌমার, ‘ফাটাফাটি’, মন্তব্য নেটদুনিয়ার

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উচ্চস্বরে ‘পিয়া কে বাজ়ার মে’ চালিয়ে নাচছেন দুই মহিলা। সম্পর্কে তাঁরা শাশুড়ি এবং বৌমা। শাশুড়ির বয়স ৫৫-৬০। পরনে চুড়িদার। বৌমার বয়স ৩০-৩১। তাঁর পরনে ক্রপ টপ এবং প্যান্ট।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ০৯:০৪

ছবি: ইনস্টাগ্রাম।

কিছু দিন অন্তরই কোনও একটি গান ভাইরাল হয়ে যায় বিভিন্ন রিলের মাধ্যমে। তেমনই একটি গান ২০১৪ সালে মুক্তি পাওয়া হিন্দি ছবি ‘হামশকলস’-এর ‘পিয়া কে বাজার মে’। এ বার সেই গানে নেচেই ইনস্টাগ্রামে হইচই ফেললেন শাশুড়ি-বৌমা জুটি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উচ্চ স্বরে ‘পিয়া কে বাজার মে’ চালিয়ে নাচছেন দুই মহিলা। সম্পর্কে তাঁরা শাশুড়ি এবং বৌমা। শাশুড়ির বয়স ৫৫-৬০। পরনে চুড়িদার। বৌমার বয়সে ৩০-৩১। তাঁর পরনে ক্রপ টপ এবং প্যান্ট। একে অপরকে জড়িয়ে নাচছেন তাঁরা। নাচতে নাচতে কখনও বৌমা হাঁটু মুড়ে বসে পড়ছেন শাশুড়ির সামনে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

নভেম্বরের শুরুতে ইনস্টাগ্রামের ‘কেনাভিটা’ হ্যান্ডল থেকে পোস্ট হওয়া ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লক্ষাধিক লাইকও পেয়েছে সেই ভিডিয়ো। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। এক জন লিখেছেন, ‘‘শাশুড়ি-বৌমার এই ফাটাফাটি নাচ দেখে মন ভাল হয়ে গেল।’’

Advertisement
আরও পড়ুন