ছবি: এক্স থেকে নেওয়া।
কুকুরের আক্রমণে আহত সাপ। শুশ্রূষার জন্য ভর্তি করানো হল হাসপাতালে। পশু চিকিৎসক অস্ত্রোপচার করার পর প্রাণও বাঁচল। এমনই এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নর্মদাপুরম এলাকায়। কুকুরের হামলায় আহত হয় ৭ ফুট লম্বা একটি ঢোঁড়া সাপ। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়েরা রক্তাক্ত অবস্থায় সেটিকে উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন সাপটির ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। এর পর পশু চিকিৎসক সাপটিকে অচেতন করে তার অস্ত্রোপচার করেন। ৯টি সেলাই পড়ে সাপটির গায়ে। অস্ত্রোপচারের পর তাকে জঙ্গলে ছেড়েও দেওয়া হয়। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, আহত সাপটিকে ধরে রয়েছেন এক ব্যক্তি। খুব সাবধানে তার শরীরে সেলাই করছেন চিকিৎসক।
গত ১২ নভেম্বর এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে ওই চিকিৎসক এবং স্থানীয়দের সাধুবাদ জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।