AFC Champions League

রোনাল্ডোর জোড়া গোল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কাতারের আল গারাফাকে হারাল আল নাসের

ফর্মে রয়েছেন রোনাল্ডো। টানা তিন ম্যাচে গোল করলেন সিআর সেভেন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কাতারের আল গারাফার বিরুদ্ধেও জোড়া গোল করলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ২০:১৮
picture of Cristiano Ronaldo

গোলের পর সতীর্থের সঙ্গে উচ্ছ্বাস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ছবি: এক্স (টুইটার)।

আল নাসেরের হয়ে পরের পর ম্যাচে গোল করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কাতারের আল গারাফার বিরুদ্ধে জোড়া গোল করলেন পর্তুগালের স্ট্রাইকার। তাঁর দাপটে ৩-১ ব্যবধানে জিতল আল নাসের। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল আল নাসের। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১২।

Advertisement

শেষ তিনটি ম্যাচে রোনাল্ডোর পা থেকে এল পাঁচটি গোল। নেশনস লিগের ম্যাচে দেশের হয়ে পোল্যান্ডের বিরুদ্ধে দু’টি গোল করেছিলেন রোনাল্ডো। তখন থেকেই সেরা ফর্মে রয়েছেন তিনি। তার পর ক্লাবের জার্সি গায়ে আল কাদিসিয়ার বিরুদ্ধেও গোল পান। আবার আল গারাফার বিরুদ্ধে দু’টি গোল করলেন।

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল রোনাল্ডোদের। একের পর আক্রমণ তৈরি করতে থাকেন তাঁরা। তবু গোল পেতে কিছু ক্ষণ অপেক্ষা করতে হল তাঁদের। প্রথমার্ধে গোল করতে পারেননি রোনাল্ডোও। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথম ৪৫ মিনিটের খেলা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় আল নাসের। ৪৬ মিনিটে বক্সের মধ্যে বল পান রোনাল্ডো। হেড দিয়ে গোল করে দলকে এগিয়ে দেন। ৬৪ মিনিটে আবার প্রতিপক্ষের বক্সে বল পান সিআর সেভেন। এ বার নিখুঁত শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন রোনাল্ডো। এর মাঝে ৫৮ মিনিটে আস নাসেরের পক্ষে দ্বিতীয় গোল করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।

৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আক্রমণের তীব্রতা কিছুটা কমিয়ে দেয় আল নাসের। সেই সুযোগে ৭৫ মিনিটে জোসেলু আল গারাফার হয়ে ব্যবধান কমান। তাতে অবশ্য রোনাল্ডোদের জয় আটকায়নি। ৮৪ মিনিটে আল গারাফার সেদৌ সানো লাল কার্ড দেখেন।

আরও পড়ুন
Advertisement